ওয়েব ডেস্ক: অবশেষে আর একটা দিন। কাল অর্থাত্ রবিবারই শেষ হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথমে হল ৫ টি একদিনের ম্যাচ। তারপর হল, ২ টো টি২০ ম্যাচ। শেষ টি২০ ম্যাচটি হবে কাল সিডনিতে। তার আগে অবশ্য দুটো প্রস্তুতি ম্যাচেও খেলেছিল। কাল সিরিজ খতম হয়ে যাওয়ার আগে এই সফরের কটা টুকরো ঝলক। যা আপনার ভালো লাগবে।
১) এই গোটা সিরিজে বিরাট কোহলি ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ৬১১। গড় ৮৭.২৮। স্ট্রাইক রেট ১১৫.৯৩।
২) এই গোটা সিরিজে মণীশ পাণ্ডে ৫ টি ম্যাচ খেলে রান করেছেন ১৬৮। গড় ৮৪। বিরাটের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন!স্ট্রাইক রেট ১১৫.৮৬।
৩) এই গোটা সিরিজে রোহিত শর্মা ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ৬০৫। গড় ৭৫.৬২। স্ট্রাইক রেট ১০১.৬৮।
৪) এই গোটা সিরিজে শিখর ধাওয়ান মোট ৯ ম্যাচ খেলে রান করেছেন ৪১২। গড় ৪৫.৭৭ এবং স্ট্রাইক রেট ১০৯.৫৭।
৫) এই গোটা সিরিজে মহেন্দ্র সিং ধোনি ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ১৪৮। গড় ২১.১৪ এবং স্ট্রাইক রেট ১০৭.২৪।
৬) এই গোটা সিরিজে মোট ৯ টি ম্যাচ খেলে রবীন্দ্র জাদেজা সবথেকে বেশি উইকেট পেয়েছেন ভারতীয়দের মধ্যে। তাঁর উইকেট সংখ্যা ১১ টি।