Home> খেলা
Advertisement

মহমেডানের হয়ে I League খেলতে চলে এলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল

ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জামালের।

মহমেডানের হয়ে I League খেলতে চলে এলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল

নিজস্ব প্রতিবেদন : মহমেডানের হয়ে আই লিগ খেলতে বড় দিনের আগেই কলকাতায় চলে এলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দমদম বিমানবন্দরে নেমে জামাল জানান, "মহমেডানের হয়ে খেলব খুব খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এই ক্লাবের ইতিহাস খুবই সমৃদ্ধ জানি। আই লিগে নিজের সেরাটা দিয়ে খেলতে চাই।"

অক্টোবরেই  মহমেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ায় জামালের মহমেডানে খেলা নিয়ে আশঙ্কা দেখা দেয়। ১৯ ডিসেম্বর জামালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ দুপুরে কলকাতায় এসে পৌঁছান ৩০ বছর বয়সী জামাল। 

ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জামালের। বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি র হয়েও খেলেছেন তিনি। আই লিগের আগে সাদা কালো শিবিরে জামালের যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়াবে। আগামী ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। প্রথম দিনই খেলতে নামছে মহমেডান। প্রতিপক্ষ সুদেভা দিল্লি এফসি।  সাত বছর পর আই লিগের মূলপর্বে খেলবে মহমেডান স্পোর্টিং। 

Read More