নিজস্ব প্রতিবেদন: মেসি ম্যাজিক দেখার কাউন্টডাউন শুরু। করোনা পরবর্তী সময়ে ১৩ জুন ফুটবল মাঠে ফিরছেন এলএমটেন। সেদিন অ্যাওয়ে ম্যাচে রিয়েল মায়োরকার মুখোমুখি হবে বার্সেলোনা। পরের দিন রিয়াল মাদ্রিদ খেলতে নামছে এইবারের বিরুদ্ধে।
TOGETHER AGAIN. pic.twitter.com/IBnpOVq5tN
— FC Barcelona (from ) (@FCBarcelona) June 1, 2020
লা লিগা কর্তৃপক্ষ রবিবারই স্প্যানিশ লা লিগার নতুন সূচি ঘোষণা করে দিয়েছে। ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে লা লিগা।
@LaLigaEN is back!
— FC Barcelona (from ) (@FCBarcelona) May 31, 2020
Barça will play on June 13 against Mallorca
মারন ভাইরাসের কারণে আড়াই মাসেরও বেশি সময় বন্ধ ছিল স্প্যানিশ লিগ। লা লিগা বন্ধ হওয়ার সময় লিগ শীর্ষে ছিল বার্সেলোনা। মেসিদের থেকে মাত্র দুই পয়েন্ট পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে বলাই চলে পুনরায় লা লিগা চালু হলে হাড্ডাহাড্ডি হতে চলেছে খেতাবি দৌড়।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলের সঙ্গে শান্তিপূর্ণ বিচ্ছেদ কোয়েসের; লাল-হলুদের নয়া ইনভেস্টর কে?