জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফি (BGT 2023) শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ার মিডিয়া ও সেই দেশের ক্রিকেটাররা, ভারতের পিচ নিয়ে রীতিমতো বিষোদগার করেছিল। ব়্যাঙ্ক টার্নার অর্থাৎ ঘূর্ণি পিচ বানিয়ে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছিল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত স্পিনের টর্নেডোতেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ পকেটে পুরে ফেলে। নাগপুর এবং দিল্লির পিচকে 'অ্যাভারেজ' তকমা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। এরপর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্ট খেলা হয়। আইসিসি সেই টেস্টের পিচ রেটিং দিয়েছিল 'পুওর'। অর্থাৎ যা খেলার অযোগ্য়। বিসিসিআই (BCCI) এবার আসরে নামল। ইন্দোরকে দেওয়া আইসিসি-র 'পুওর' রেটিংকে চ্যালেঞ্জ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে আইসিসি-র কাছে আবেদন করেছে পুণরায় পিচ রেটিং খতিয়ে দেখার জন্য়। আইসিসি দুই সদস্যের প্যানেল করেছে। সেই প্যানেল এবার রিভিউ করবে। ১৪ দিনের মধ্যে জানাবে রায়।
আরও পড়ুন: IND vs AUS: বিরাট ধাক্কা, শোকাতুর কামিন্স থাকছেন দেশেই, পাঁচ বছর আগের ক্যাপ্টেন ফের দায়িত্বে!
তৃতীয় টেস্টে ৯ উইকেটে লজ্জার হার। মাত্র আড়াই দিনের আগেই শেষ হয়ে গিয়েছে ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামের (Holkar Stadium) টেস্ট ম্যাচ। প্রথম দিন ১৪টি গিয়েছিল। দ্বিতীয় দিন ১৩টি উইকেট পড়েছিল। এরপর তৃতীয় দিন লাঞ্চের আগেই ৭৬ রান চেজ করে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। নাগপুর-দিল্লি টেস্টের ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তাঁর নিদান ছিল 'অ্যাভারেজ'। তৃতীয় টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। তাঁর রিপোর্টে তিনি ইন্দোর পিচের ব্যাপারে লিখেছিলেন, 'পিচ অত্যন্ত শুষ্ক ছিল। ব্যাট এবং বলের মধ্যে কোনও ভারসাম্য ছিল না। শুরু থেকেই এই পিচ স্পিনারদের সুবিধা দিয়ে এসেছে।' ব্রডের রিপোর্টের ভিত্তিতে এবার হোলকার স্টেডিয়াম পাবে তিনটি ডিমেরিট পয়েন্ট। যা সক্রিয় থাকবে আগামী পাঁচ বছর। আরও যদি দু'টি ডিমেরিট পয়েন্ট জুড়ে যায়, তাহলে আগামী ১২ মাস হোলকার কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না। বিসিসিআই চাইবে আইসিসি যাতে হোলকারের রেটিং 'পুওর' থেকে 'অ্যাভারেজ'-এ বদলে দেয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)