জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রমরমিয়ে চলছে আইপিএল (IPL 2025), গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে ক্রোড়পতি লিগের অষ্টাদশ সংস্করণ। শেষ হবে ২৫ মে। এই টুর্নামেন্টের পাট চুকিয়েই ভারত তোড়জোড় শুরু করবে ইংল্যান্ড সফরের। ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত-ইংল্যান্ড খেলবে ৫ টেস্টের সিরিজ। তবে আইপিএলের ভরা বাজারেই চলে এল বিরাট আপডেট। জানা যাচ্ছে বিসিসিআই নাকি কেন্দ্রীয় চুক্তি করে ফেলেছে (BCCI Central Contracts)। সংবাদসংস্থার রিপোর্ট আইএএনএস এমনটাই বলছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাকে বোর্ডের 'গ্রেড এ প্লাস' চুক্তিতে রয়েছেন। এখন প্রশ্ন বিরাট-রোহিত আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন, তাহলে কি তাঁরা আর এই তালিকায় থাকবেন? জানা যাচ্ছে, রো-কো জুটি যেখানে ছিলেন, সেখানেই থাকবেন, ক্রিকেটের একটি সংস্করণ ছেড়ে দেওয়ায় চুক্তিতে কোনও প্রভাব পড়বে না।
গত বছর ফেব্রুয়ারির ঘটনা। ভয়ংকর ভুলেই গিলোটিনে গলা গিয়েছিল ভারতীয় দলের দুই নক্ষত্র ক্রিকেটারের! বোর্ডের নির্দেশিকা না মানার পরিণাম হাড়ে হাড়ে টের পেয়েছিলেন ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার। বিসিসিআই-এর 'অবাধ্য' হয়ে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন তাঁরা। বিসিসিআই সাফ জানিয়েছিল যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছিল যে, শ্রেয়সের চোট নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। জানা গিয়েছিল তিনি নাকি কেকেআরের প্রাক মরসুম শিবিরে ছিলেন! ফলে পরিণতি যা হওয়ার তাই হয়েছিল। শ্রেয়স এখনও বোর্ডের বার্ষিক চুক্তিবদ্ধ নন!
শ্রেয়স আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। ৫ ইনিংসে ২৪৩ রান করেছিলেন তিনি। ২০২৪ সালে শ্রেয়স অধিনায়ক হিসেবে শুধু কেকেআরকে আইপিএল জেতাননি , মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জিতিয়েছেন! একই বছরে দুই ঘরোয়া ট্রফি জেতা দেশের প্রথম অধিনায়কও বটে! ওই বছর নিজের রাজ্যের হয়েই রঞ্জি ও ইরানিও জিতেছেন! শ্রেয়স চুক্তিতে ফিরেছেন বলেই খবর। তবে ঈশান থাকছেন চুক্তির বাইরেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁরও পদোন্নতির ভালো সুযোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিগত ১২ মাসে বিভিন্ন সংস্করণে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন- বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি এবং অভিষেক শর্মা। তাঁরা প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে আসার পথে।
গ্রেড এ প্লাসে থাকা খেলোয়াড়দের বছরে ৭ কোটি টাকা দেয় বিসিসিআই
গ্রেড এ-তে থাকা খেলোয়াড়দের বছরে ৫ কোটি টাকা দেয় বিসিসিআই
গ্রেড বি-তে থাকা খেলোয়াড়দের বছরে ৩ কোটি টাকা দেয় বিসিসিআই
গ্রেস সি-তে থাকা খেলোয়াড়দের বছরে৩ কোটি টাকা দেয় বিসিসিআইকোটি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)