Home> খেলা
Advertisement

ইউরো যত গড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে বেলজিয়াম

ইউরো যত গড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে বেলজিয়াম। হাঙ্গারিকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওরেঞ্জ ব্রিগেড। নিজে গোল না পেলেও দুটো গোল করে বেলজিয়ামের জয়ের নায়ক দিব্রুইন। দুই অর্ধ্বে দুটো করে গোল করে বেলজিয়াম। ম্যাচের দশ মিনিটেই অল্ডারউইলেন্ডের গোলে এগিয়ে যায় মার্ক উইলমটসের দল। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান বাতশুয়ই। সেই সময় ম্যাচ পকেটে পুড়ে ফেলে ফিফার র‍্যাঙ্কিংয়ে ইউরোপের এক নম্বর দল। আশি মিনিটে দলের তৃতীয় গোলটি হ্যাজার্ডের। বিপক্ষের দুজন ফুটবলারকে কাটিয়ে গড়ানো শটে হ্যাজার্ডের গোলটি রবিবারের রাতে সেরা। ইনজুরি টাইমে শেষ গোলটি ক্যারাসকোর। ইতালির কাছে গ্রুপের প্রথম ম্যাচে হেরে চাপে পরে যায় উইলমটস ব্রিগেড। তারপর থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন হ্যাজার্ড, দিব্রুইনরা। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ ওয়েলস।

ইউরো যত গড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে বেলজিয়াম

ওয়েব ডেস্ক: ইউরো যত গড়াচ্ছে ভয়ঙ্কর হয়ে উঠছে বেলজিয়াম। হাঙ্গারিকে তিন-শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওরেঞ্জ ব্রিগেড। নিজে গোল না পেলেও দুটো গোল করে বেলজিয়ামের জয়ের নায়ক দিব্রুইন। দুই অর্ধ্বে দুটো করে গোল করে বেলজিয়াম। ম্যাচের দশ মিনিটেই অল্ডারউইলেন্ডের গোলে এগিয়ে যায় মার্ক উইলমটসের দল। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান বাতশুয়ই। সেই সময় ম্যাচ পকেটে পুড়ে ফেলে ফিফার র‍্যাঙ্কিংয়ে ইউরোপের এক নম্বর দল। আশি মিনিটে দলের তৃতীয় গোলটি হ্যাজার্ডের। বিপক্ষের দুজন ফুটবলারকে কাটিয়ে গড়ানো শটে হ্যাজার্ডের গোলটি রবিবারের রাতে সেরা। ইনজুরি টাইমে শেষ গোলটি ক্যারাসকোর। ইতালির কাছে গ্রুপের প্রথম ম্যাচে হেরে চাপে পরে যায় উইলমটস ব্রিগেড। তারপর থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন হ্যাজার্ড, দিব্রুইনরা। শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ ওয়েলস।

আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার

Read More