Home> খেলা
Advertisement

ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি বেলজিয়ামের সামনে

ইউরোর কোয়ার্টারের হাতছানি বেলজিয়ামের সামনে। রবিবার রাতে প্রি কোয়ার্টারের লড়াইয়ে হাঙ্গেরির মুখোমুখি উইলমটসের দল। প্রথম ম্যাচে ইতালির কাছে হারের পরও পরপর দুম্যাচ জিতে নক আউটে জায়গা করে নিয়েছেন হ্যাজার্ডরা। গ্রুপের শেষ ম্যাচে ইব্রাহিমোভিচদের টেক্কা দিয়েছেন লুকাকু-রা। তবেরবিবার রাতে বেলজিয়ামের গোল্ডেন জেনারেনের কাছে কঠিন লড়াই।

ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি বেলজিয়ামের সামনে

ওয়েব ডেস্ক: ইউরোর কোয়ার্টারের হাতছানি বেলজিয়ামের সামনে। রবিবার রাতে প্রি কোয়ার্টারের লড়াইয়ে হাঙ্গেরির মুখোমুখি উইলমটসের দল। প্রথম ম্যাচে ইতালির কাছে হারের পরও পরপর দুম্যাচ জিতে নক আউটে জায়গা করে নিয়েছেন হ্যাজার্ডরা। গ্রুপের শেষ ম্যাচে ইব্রাহিমোভিচদের টেক্কা দিয়েছেন লুকাকু-রা। তবেরবিবার রাতে বেলজিয়ামের গোল্ডেন জেনারেনের কাছে কঠিন লড়াই।

কেননা এবারের ইউরোয় হাঙ্গেরিকে সারপ্রাইজ প্যাকেজ হিসাবে ধরা হচ্ছে। শুধু পর্তুগালকে আটকে দেওয়াই নয়,গ্রুপের সেরা দল  হিসাবে নক আউটে এসেছে তারা। ফুটবলের বড় মঞ্চে চমক দিতে মরিয়া হাঙ্গেরি। প্রি কোয়ার্টারে কঠিন লড়াই আশা করছেন বেলজিয়াম কোচ উইলমটস। বেলজিয়াম-হাঙ্গেরির ম্যাচের জয়ী দল খেলবে ওয়েলসের বিরুদ্ধে।

Read More