Home> খেলা
Advertisement

Santosh Trophy: কল্যাণীতে জিতেই সন্তোষের অভিযান শুরু করল বাংলা

দুর্বল ছত্তীসগঢ়কে অনায়াসে হারিয়ে দিল বাংলা।

Santosh Trophy: কল্যাণীতে জিতেই সন্তোষের অভিযান শুরু করল বাংলা

নিজস্ব প্রতিবেদন: জয় দিয়েই সন্তোষ ট্রফির (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা দল। রবিবার কল্যাণী স্টেডিয়ামে পূর্বাঞ্চলীয় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রিয়ন্ত সিংদের বাংলা ২-০ গোলে হারিয়ে দিল দুর্বল ছত্তীসগঢ়কে। এদিন ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের ভাগ্য লিখে ফেলে রঞ্জন ভট্টাচার্যের দল। স্কোরশিটে নাম লেখান মাহিতোষ রায় (১৮') ও মহম্মদ ফারদিন আলি (৩৫')।

আগামী ২৫ নভেম্বর সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে বাংলা খেলবে সিকিমের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন দল পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে। ফলে সিকিমকে হারাতেই হবে বাংলার। আপাতত কোয়ালিফায়ারের প্রথম ধাপ পেরোল বাংলা। বাকি পরের ধাপ।

আরও পড়ুন: Shastri র মতো নিজের ঢাক নিজে পেটাবেন না Dravid! বলছেন Gambhir

কলকাতা লিগ শেষ হতে না হতেই এবার সন্তোষ ট্রফি শুরু হয়েছে। কলকাতা লিগের দুরন্ত পারফর্ম করা ফুটবলারদের নিয়েই হয়েছে টিম। কলকাতা ময়দানের পোড় খাওয়া কোচ রঞ্জন ভট্টাচার্যের ওপর প্রত্যাশার পারদ রয়েছে। ৩২ বার সন্তোষ জয়ী বাংলা ২০১৭ সালে শেষবার ট্রফির মুখ দেখেছিল। গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার দেখার বাংলায় ট্রফি আসে কিনা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More