Home> খেলা
Advertisement

Bengal Pro T20 League 2025 Final: 'হাজার তারার' রোশনাইয়ে বাংলার সেরা হাওড়া, বৃষ্টির সঙ্গে লড়ে মুকুট কলকাতারও...

Bengal Pro T20 League 2025 Final: বেঙ্গল প্রো টি-২০ লিগ চাম্পিয়ন হল কলকাতা ও | পুরুষ ও মহিলাদের ফাইনাল দেখল হাডাহাড্ডি লড়াই...

Bengal Pro T20 League 2025 Final: 'হাজার তারার' রোশনাইয়ে বাংলার সেরা হাওড়া, বৃষ্টির সঙ্গে লড়ে মুকুট কলকাতারও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20 League) দ্বিতীয় সংস্করণ পেয়ে গেল এক জোড়া চাম্পিয়ন| শনিবার ইডেন গার্ডেন্সে, টুর্নামেন্টের পুরুষ এবং মহিলাদের ফাইনাল ঘিরে দুপুর থেকে রাত পর্যন্ত ছিল ফ্যানদের সমাগম| বৃষ্টিকে উপেক্ষা করেও ক্রিকেটপ্রেমীরা 'বাংলার ২২ গজের লড়াই' দেখতে এসেছিলেন ক্রিকেটের ননন্দনকাননে…

পুরুষদের ফাইনালে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও গতবারের চাম্পিয়ন মুর্শিদাবাদ কিংস মুখোমুখি হয়েছিল| খেলা শুরুর আগে প্রয়াত স্পিনের শিল্পী দিলীপ দোশীকে শ্রদ্ধা জানায় সিএবি| হাওড়া টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রান তোলে| আদিত্য পুরোহিত ( ২০ বলে ৩০), অরিন্দম ঘোষ (২৩ বলে ২৬) ও শাকির গান্ধী ( ২৫ বলে ৩১) ব্যাট হাতে অবদান রাখেন| 

মুর্শিদাবাদের হয়ে ঋষভ চৌধুরী দুই উইকেট নিয়েছেন| একটি করে উইকেট পেয়েছেন সক্ষম চৌধুরী, তৌফিক মন্ডল, বিকাশ সিং ও অনিকেত সিং| মুর্শিদাবাদ এদিন জোড়া লোপ্পা ক্যাচ হাতছাড়া না করলে হাওড়া এই রানও তুলতে পারত না যদিও! 

হাওড়ার রান তাড়া করতে নেমে মুর্শিদাবাদ যে ব্যাটিংটা শুরু করেছিল, তা দেখে এদিন একবারও মনে হয়নি যে গতবারের চাম্পিয়ন টিম ট্রফি ধরে রাখার লক্ষ্যে ফাইনালে নেমেছে| ৯ ওভারের মধ্যে ৫৮ রান তুলতে গিয়ে চার উইকেট চলে যায়| হাওড়ার একেবারে মাপা বোলিং ও দুরন্ত ফিল্ডিংয়ের জালেই ধরা পড়ে যায় মুর্শিদাবাদ| কিংসের হয়ে একমাত্র আলো জ্বাললেন তন্ময় প্রামাণিক ৩৩ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন| তবে বৈতরণী পার করতে পারেননি| শেষ ওভারে জেতার জন্য মুশির্দাবাদের ২৩ রান প্রয়োজন ছিল| অন্তিম ৬ বলে আসে ১৩ রান! হাওড়া ফাইনাল জিতল ৯ রানে|

আরও পড়ুন-'একদিকে মহম্মদ, আরেকদিকে কৃষ্ণ', হিন্দু-মুসলিম ঐক্যেই ইংরেজ বধ, দেশের দিল জিতলেন গিল...

আরও পড়ুন-'তখন শুধুই...' ইমরানের সঙ্গে বারবার উদ্দাম যৌনতা! এবার হার্দিকের সঙ্গে মিস ইন্ডিয়ার...

বলিউডের শাকিরা' সুনিধি চৌহান| তবে সমাপ্তি অনুষ্ঠানে কোনও বড় চমক না থাকলেও, ইনিংস বিরতিতে মিনিট তিনেকের লেজার শোয়ের সঙ্গে আতশবাজির প্রদর্শনী ছিল চোখ জুড়ানো| যা হাজার পাঁচেক দর্শকের কাছে ছিল হাজার তারার রোশনাই! 

অন্যদিকে  দুপুরে মহিলাদের ফাইনালের ফয়সালা হয় ডিএলএস মেথডে| লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ১৬ রানে হারিয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদহকে| ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হয়ে কলকাতা টাইগার্স বেঙ্গল প্রো টি-২০ লিগ নিজেদের খেতাব ধরে রাখল| ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে, ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন কলকাতা টাইগার্স ক্যাপ্টেন মিতা পাল| ৫২ বলে ৫১ রান করার সঙ্গেই ১২ রান খরচ করে জোড়া উইকেট তুলে নিয়েছেন| বিজয়ী হওয়ায় কলকাতা টাইগার্স পেয়েছে ৩০ লক্ষ টাকার নগদ পুরস্কার| রানার্স সোবিস্কো স্ম্যাশার্স পেয়েছে ২০ লক্ষ টাকা|

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More