Home> খেলা
Advertisement

Syed Mushtaq Ali Trophy: নিউ নর্মালে ক্রিকেটে ফিরেই বিরাট জয় বাংলার

করোনা পরবর্তী সময়ে নিউ নর্মালে ১০ মাস পর আবার ঘরোয়া ক্রিকেট শুরু হল দেশের মাটিতে।

Syed Mushtaq Ali Trophy: নিউ নর্মালে ক্রিকেটে ফিরেই বিরাট জয় বাংলার

নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া ক্রিকেটে বাংলার সাফল্য তেমন কোথায়! গত মরসুমে রঞ্জি ট্রফির ফাইনালে উঠলেও সৈরাষ্ট্রের কাছে হারতে হয় অনুষ্টুপদের। তারপরেই করোনা দাপট। লকডাউন। মার্চ মাস থেকে ক্রিকেট বন্ধ রাখতে বাধ্য হয়। পিছিয়ে যায় আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয় আইপিএল। করোনা পরবর্তী সময়ে নিউ নর্মালে ১০ মাস পর আবার ঘরোয়া ক্রিকেট শুরু হল দেশের মাটিতে। Syed Mushtaq Ali Trophy-তে বিরাট জয় দিয়ে অভিযান শুরু বাংলার। এলিট বি গ্রুপে ওড়িশাকে ৯ উইকেটে হারাল অনুষ্টুপ মজুমদারের দল।

 

রবিবার বায়ো বাবলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে প্রথমে টস জিতে ওড়িশাকে ব্যাট করতে পাঠান বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ইশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারদের দাপটু বোলিংয়ে ১১৩ রানেই গুটিয়ে যায় ওড়িশা। ওড়িশায় রাজেশ ধুপার ৩৭ এবং অঙ্কিত যাদব ৩২ রান করেন। বাংলার হয়ে ইশান পোড়েল ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন আকাশ দীপ এবং মুকেশ কুমার।

আরও পড়ুন- 'এদেশে অতিথিরা ভগবান', অজিদের ইঁটের জবাবে ফুল জাফরের, প্রশংসায় ভরাল Social Media

১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার শ্রীবত্স গোস্বামীর উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলা। আর এক ওপেনার বিবেক সিংয়ের ঝোড়ো ৩৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে ১২.২ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় বাংলা। বাংলার হয়ে অভিষেক হওয়া শুভঙ্কর বল তিন নম্বরে নেমে ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বাংলার পরের ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১২ জানুয়ারি।

আরও পড়ুন- IND vs AUS: সোমবার Sydney-তে হার বাঁচানোর চ্যালেঞ্জ রাহানে-পূজারার  

Read More