নিজস্ব প্রতিবেদন : দু বছর পর রঞ্জি ট্রফির সেমি ফাইনালে উঠল বাংলা। ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে রঞ্জির শেষ চারে জায়গা করে নিল অরুণ লালের দল।
Bengal qualify for the @paytm #RanjiTrophy 2019-20 semifinals on the back of their first-innings lead against Odisha.
— BCCI Domestic (@BCCIdomestic) February 24, 2020
Final day's play, after Odisha scored 39/0, was called off due to the bad light.
Scorecard https://t.co/uwvdImzwkT#BENvODI @CabCricket pic.twitter.com/x2FurcCgom
সোমবার শেষ দিন খারাপ আলোর কারণে প্রথম পর্বের পর আর খেলা শুরু করা যায়নি। দুই দলের সম্মতিতে খেলায় ইতি টেনে দেন আম্পায়ার-রা। ওড়িশার রান তখন বিনা উইকেটে ৩৯। শেষদিন বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। ১২ রানে শেষ তিনটি উইকেট হারায় তারা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ওড়িশার সামনে টার্গেট ছিল ৪৫৬ রান।
এদিকে কঠিন পরিস্থিতিতে দুরন্ত শতরান করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন অনুষ্টুপ মজুমদার। পাঁচ উইকেটে ৪৬ রান থেকে অনুষ্টুপের দুরন্ত ইনিংসের জন্যই প্রথম ইনিংসে ৩৩২ রান তোলে বাংলা। বল হাতে ঈশান,মুকেশদের দাপটে মাত্র আড়াইশো রানেই গুটিয়ে যায় ওড়িশার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৮২ রানের লিডই শেষপর্যন্ত ফ্যাক্টর হয়ে দাঁড়াল। ফাইনালে ওঠার লড়াইয়ে ঘরের মাঠে শক্তিশালী কর্ণাটকের সামনে ঈশ্বরন,মনোজরা। দু বছর আগে দিল্লির কাছে সেমি ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এবার তাই সতর্ক তাঁরা।
আরও পড়ুন - ট্রাম্পের মুখে ক্রিকেট উন্মাদনার কথা, উঠে এল সচিন-কোহলির নাম