Home> খেলা
Advertisement

ইডেনে হিমাচলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা

ইডেনে হিমাচলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা

নিজস্ব প্রতিবেদন: রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ বাংলা। ইডেনের বাইশ গজে বাংলার চারশো উনিশ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে 

হিমাচলের রান ৫ উইকেটে ১৬৩। বঙ্গ ব্রিগেডের থেকে এখনও ২৫৬ রানে পিছিয়ে বিক্রম রাঠৌরের দল। ইডেনের উইকেটে সবুজের আভা রয়েছে। তবে উইকেট ততটা ভয়ঙ্কর নয়। দিনের শুরুতে অধিনায়ক মনোজ তিওয়ারির দুরন্ত শতরানের সাহায্যে চারশোর গণ্ডি টপকে যায় বাহুতুলে ব্রিগেজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪তম শতরানটি করে ফেলেন মনোজ। ১২৩ রান করে আউট হন মনোজ। শ্রীবত্স ২৮ ও শামি ২৬ রান করেন। 

জবাবে একটা সময় দ্রুত গতিতে রান তুলতে শুরু করে হিমাচল। তবে দ্বিতীয় দিনের শেষ বেলায় ঘুরে দাঁড়ায় মনোজ ব্রিগেড। বল হাতে তখনই জ্বলে ওঠেন দুই তারকা পেসার শামি ও দিন্দা। দুই পেসারই দুটো করে উইকেট পেয়েছেন। দিনের শেষে বাংলা ভাল জায়গায় থাকলেও রঞ্জি ট্রফির বলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ। 

আরও পড়ুন - শূন্যে শরীর ভাসিয়ে অবিশ্বাস্য ক্যাচ, হৃদয় জয় হার্দিকের

এদিকে ইডেনের সবুজ উইকেট নিয়ে প্রশ্ন উঠলেও বাইশ গজে সন্তুষ্ট সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন এই পিচ একেবারেই স্পোটিং। 

Read More