Home> খেলা
Advertisement

Bengaluru FC: গোলশূন্য ড্র করে AFC Cup থেকে বিদায় নিল ছেত্রীর বেঙ্গালুরু

শত চেষ্টাতেও জয় পেল না বেঙ্গালুরু।

Bengaluru FC: গোলশূন্য ড্র করে AFC Cup থেকে বিদায় নিল ছেত্রীর বেঙ্গালুরু

নিজস্ব প্রতিবেদন: এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল বেঙ্গালুরু এফসি। শনিবার মলদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ড্র করে এক ম্যাচ বাকি থাকতেই এএফসি কাপ থেকে বিদায় নিল বেঙ্গালুরু। নকআউটে যোগ্যতা অর্জনে লড়াইয়ে টিকা থাকার জন্য এদিন জিততেই হত সুনীলদের। কিন্তু জয় না আসায় এবারের মতো এএফসি অভিযান শেষ। গত ম্যাচের রণনীতিতে বদলেও বেঙ্গালুরুর কোচ মার্কো পেজ্জাউয়োলি জয়ের মুখ দেখতে পারেননি। কিন্তু এএফসি-র লড়াইয়ে টিকে থাকার জন্য সুনীলদের এই ড্র প্রয়োজন ছিল।

আরও পড়ুন: Lionel Messi: ১-২-৩! ইনস্টাগ্রাম ইতিহাসে লিওনেল মেসির হ্যাটট্রিক

 

অন্যদিকে এদিন রাতে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। মাজিয়াকে হারালেই পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়ে যাবে রয় কৃষ্ণাদের। সবুজ-মেরুন শিবির গত ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে ছিল ২-০ গোলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More