Home> খেলা
Advertisement

এটাই নাকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্লিপে দাঁড়িয়ে সেরা ক্যাচ!

এখনকার ক্রিকেটে ফিটনেস লেভেল যে পর্যায়ে উঠে গিয়েছে, তা দেখে অবাক হন প্রায় সবাই। রোজই মাঠে এমন সব ক্যাচ নেন ক্রিকেটাররা যা দেখে চোখ কপালে উঠে যায়।

এটাই নাকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্লিপে দাঁড়িয়ে সেরা ক্যাচ!

ওয়েব ডেস্ক: এখনকার ক্রিকেটে ফিটনেস লেভেল যে পর্যায়ে উঠে গিয়েছে, তা দেখে অবাক হন প্রায় সবাই। রোজই মাঠে এমন সব ক্যাচ নেন ক্রিকেটাররা যা দেখে চোখ কপালে উঠে যায়।

এবার দুর্দান্ত ক্যাচ নিলেন ইংল্যান্ডের জেমস ভিনস্ এবং জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে শনিবার দিন সমিন্দা এরঙ্গার যে ক্যাচটি ইংল্যান্ডের দুই ক্রিকেটার মিলে ধরলেন, সেরকম ক্যাচ আজকের দিনে আইপিএলে বা টি২০-তে দেখা যায় আকছার। কিন্তু এখন টেস্ট ক্রিকেটেও এরকম ক্যাচ দেখে বিষ্মিত সবাই। ক্রিকেটপ্রেমীরা বলছেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্লিপে দাঁড়িয়ে সেরা ক্যাচ নাকি এটাই। ক্যাচটা দেখে নিয়ে বলুন, আপনিও এর সঙ্গে একমত কিনা?

 

Read More