Home> খেলা
Advertisement

আজ যে ক্রিকেটারের জন্মদিন, অভিষেক টেস্টে তাঁর থেকে ভালো পারফরম্যান্স কোনও ভারতীয় পেসার করেনি!

 আজ যে ক্রিকেটারের জন্মদিন, অভিষেক টেস্টে তাঁর থেকে ভালো পারফরম্যান্স কোনও ভারতীয় পেসার করেনি!

স্বরূপ দত্ত

আজ ৩ সেপ্টেম্বর। জন্মদিন এমন এক ক্রিকেটারের, টেস্ট ক্রিকেটে তাঁর থেকে ভালো অভিষেক হয়নি কোনও ভারতীয় পেসারের। হ্যাঁ, আজ জন্মদিন ভারতীয় দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা মহম্মদ সামির। আজ জন্মদিনে তাঁকে নিয়ে জেনে নিন বেশ কিছু জিনিস, যেগুলো জানলে ভালো লাগবে।

১) ২০১৩ সালের নভেম্বরে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মহম্মদ সামির। ওই টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন ১১৮ রানের বিনিময়ে। না, অভিষেক টেস্টে কোনও ভারতীয় পেসার এর আগে বা পরে ৯ উইকেট পাননি।

fallbacks

২) একইরকমভাবে ওয়ান ডে ক্রিকেটের অভিষেকেও দুর্দান্ত রেকর্ড রয়েছে সামির। ২০১৩-র জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচের অভিষেকে সামি চারটে মেডেন ওভার নিয়েছিলেন!

fallbacks

৩) বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও সামি মোটেই সেই অর্থে 'বাঙালি' নন। তিনি উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর গ্রামের মানুষ।

fallbacks

৪) আপাতত ১৩ টেস্ট খেলে সামি উইকেট পেয়েছেন মোট ৫১ টি। আর ৪৭ টি একদিনের ম্যাচ খেলে সামির সংগ্রহ ৮৭ টি উইকেট।

fallbacks

৫) মহম্মদ সামি ২০১৪ সালের ৬ জুন বিয়েটা সেরে ফেলেন মডেল হাসিন জাহানের সঙ্গে।

fallbacks

আরও পড়ুন কম কথা বলে এত বেশি রোজগার!

Read More