Home> খেলা
Advertisement

BGT 2023: রোহিতের শতরানের পর, ব্যাট হাতে জাদেজা-অক্ষরের লড়াই, ১৪৪ রানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

BGT 2023: ম্যাচ জিততে ইচ্ছাকৃতভাবে পিচ বিকৃত করেছে ভারত, ম্যাচ শুরুর আগেই এই অভিযোগ তুলেছিল অজি মিডিয়া। তবে প্রথম দিন মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। জাদেজা নিয়েছিলেন ৪৭ রানে ৫ উইকেট। অশ্বিনের ঝুলিতে এসেছিল ৪২ রানে ৩ উইকেট। 

BGT 2023: রোহিতের শতরানের পর, ব্যাট হাতে জাদেজা-অক্ষরের লড়াই, ১৪৪ রানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া, প্রথম ইনিংস: ১৭৭ 
ভারত, প্রথম ইনিংস (১১৪ ওভার) ৩২১/৭ 
দ্বিতীয় দিন- ১৪৪ রানে এগিয়ে ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টে ম্যাচের সেরা হচ্ছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাঁচ মাস পরে কামব্যাক করে প্রথম দিন অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছিলেন। আর এবার নিজের নামের প্রতি সুবিচার করলেন ব্যাটার জাড্ডু। রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত মেজাজে ১২০ রান তো ছিলই। সঙ্গে প্রবল চাপের মুখেও জাদেজার সঙ্গে জুটি বাঁধলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ফলে দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানের লিড নিয়ে দারুণ জায়গায় টিম ইন্ডিয়া (Team India)। দিনের শেষে ৬৬ রান করে অপরাজিত 'স্যর জাদেজা'। অন্যদিকে অপরাজিত রইলেন ৫২ রান। দু'জনের দাপটেই দিনের শেষে ৩২১ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকেই ৫ উইকেট তুলে নিলেন টড মার্ফি (Todd Murphy)।

ম্যাচ জিততে ইচ্ছাকৃতভাবে পিচ বিকৃত করেছে ভারত, ম্যাচ শুরুর আগেই এই অভিযোগ তুলেছিল অজি মিডিয়া। তবে প্রথম দিন মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। জাদেজা নিয়েছিলেন ৪৭ রানে ৫ উইকেট। অশ্বিনের ঝুলিতে এসেছিল ৪২ রানে ৩ উইকেট। 

fallbacks

আরও পড়ুন: Jasprit Bumrah, BGT 2023: বড় ধাক্কা, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

আরও পড়ুন: Rohit Sharma, BGT 2023: চাপের মুখে দুরন্ত শতরান, বিরাট-বাবরের কোন রেকর্ডে ভাগ বসালেন রোহিত?

যদিও দ্বিতীয় দিনের শুরু থেকেই চাপে পড়ে ভারতের ব্যাটিং। রোহিত থাকলেও উলটোদিকে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে দল। চেতেশ্বর পূজারা-বিরাট কোহলির মতো তারকা দ্রুত ফিরে যান। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটে বিপ্লব ঘটানো সূর্য কুমার যাদব তাঁর অভিষেক ম্যাচে ফিরে যান মাত্র ৮ রানে। ফলে একটা সময় ১৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। 

তারপর ম্যাচের হাল ধরে জাদেজা-রোহিতের জুটি। ৬১ রানের পার্টনারশিপ গড়ে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত। আট নম্বরে নামা অক্ষরের সঙ্গেও হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েন জাদেজা। দিনের শেষে ৫২ রান করলেন অক্ষরও। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ল এই জুটি।

 fallbacks

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স টড মার্ফির। বৃহস্পতিবারই রাহুলকে আউট করে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন আরও চার উইকেট। তার মধ্যে রয়েছে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার মতো বড় শিকারও। তবে দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানে পিছিয়ে যথেষ্ট চাপে রয়েছে অজি বাহিনী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More