জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণে নামছে ভারত (ENG vs IND Fourth Test)। চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-২ পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্ট হতে চলেছে ডু-অর-ডাই। এই টেস্ট হারলেই সিরিজ বেন স্টোকসদের। কিন্তু ভারত মাঠে নামার আগেই একের পর এক ধাক্কা খেয়েই চলেছে। অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) পর ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ভারত পরিবর্ত হিসেবে বেছে নিয়েছে একজনকেই। চেন্নাই সুপার কিংসের পেসার অনশুল কম্বোজকে (Anshul Kamboj) ডেকে নিয়েছেন নির্বাচকরা।
আরও পড়ুন: জাদেজার লড়াইয়েও লর্ডসে হৃদয়ভঙ্গ, অন্তিম দিনে বিরাট পাহাড় ১৩৫!
বিসিসিআই বিবৃতিতে লিখেছে, 'বাঁ-হাঁটুতে চোটের কারণে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি বাকি দুই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। নীতিশ দেশে ফিরে যাবেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট অর্শদীপ সিং ছিটকে গিয়েছেন। বেকেনহ্যামে ট্রেনিং সেশনে নেটে বল করার সময়ে তাঁর বাঁ-বুড়ো আঙুলে চোট লেগেছে। বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।"মেন'স নির্বাচক কমিটি অনশুল কম্বোজকে দলে যুক্ত করেছে। তিনি ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন। চতুর্থ টেস্ট ২৩ জুলাই থেকে শুরু হবে।'
বাংলার হয়ে খেলা বিহারি পেসার আকাশ দীপের ফিটনেস নিয়েও সন্দেহ রয়েছে। তবুও বিসিসিআই তাঁকে ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য দলে রেখেছে। তবে, যদি জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট কোন পেসারকে নিয়ে প্রথম একাদশ সাজাবে, সেটাই হবে দেখার। কিছু রিপোর্টে এও বলা হচ্ছে যে, বুমরা চতুর্থ টেস্ট খেলতে পারেন, আকাশ দীপকে বেঞ্চে রাখা হবে। স্পিনার কুলদীপ যাদবকেও একাদশে রাখা হয়েছে। দেশের একমাত্র চায়নাম্যান স্পিনার এখনও পর্যন্ত তিন ম্যাচের একটিতেও খেলেননি।
আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সানিয়া! পাত্র নাকি টলিউড স্টার? তুমুল ঝড় উঠল নেটপাড়ায়...
চতুর্থ টেস্টের জন্য ভারতের আপডেটেড স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব ও অনশুল কম্বোজ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)