ওয়েব ডেস্ক: উইম্বলডনের প্রথম দিনে সহজ জয় ছিনিয়ে এনে অনায়াসে নায়ক হতে পারতেন নোভাক জকোভিচ। কিন্তু না, সেন্টার কোর্টে ছোট্ট নীল চড়ুই পাখিটা সব লাইম লাইট কেড়ে নিল। ঐতিহ্য উইম্বলডনের প্রথম দিনটা ছিল মিষ্টি রোদ মাখা দিনে। এমন একটা দিনে নিজের ঘর সেন্টার কোর্টের সবুজ বাগিচার কোর্টেই বানায় এই ছোট্ট নীল চড়ুইজাতীয় পাখিটি।
নোভাক জকোভিচের প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন সেন্টার কোর্টে নীল চড়ুইয়ের বিচরণ একটানা ক্যামেরায় বন্দি হয়ে টিবিতে দেখানো হল। জকোভিচের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, এস-কে ছাপিয়ে ক্যামেরা ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট নীল চড়ুইকে নিয়ে। জোকারও মাঝে মাঝেই নীল চড়ুইয়ের সঙ্গে 'গল্প'করতে থাকলেন।
এদিকে, প্রথম রাউন্ডের গন্ডি সহজেই টপকে গেলেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা।