Home> খেলা
Advertisement

Border Gavaskar Trophy 2023:'36 all out'-এর ভিডিয়ো পোস্ট করে অজিদের মাইন্ড গেম শুরু

স্বভাবতই সেই ভিডিয়ো দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা নিজেদের স্থির রাখতে পারেনি। তাঁরাও পালটা জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। কারণ ভারতীয় দল সেবার প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারলেও, অনেক চ্যালেঞ্জ সহ্য করেও সিরিজ জিতেছিল।   

Border Gavaskar Trophy 2023:'36 all out'-এর ভিডিয়ো পোস্ট করে অজিদের মাইন্ড গেম শুরু

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ানদের খোঁচা দেওয়ার অভ্যাস আর গেল না। এই নিয়ে লাগাতার তিনবার বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) খুইয়েছে অজিরা। এরমধ্যে আবার গত দু'বার নিজেদের ঘরের মাঠে সিরিজ হেরেছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। যদিও প্রথম টেস্ট শুরু হওয়ার আগে 'মাইন্ড গেম' শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ক্রিকেট অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে (Team India) খোঁচা দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা '36 all out'। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই ভিডিয়ো দেখার পরে দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পালটা প্রশ্ন করেন, 'সিরিজের স্কোরলাইন কী ছিল?' বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরে গিয়েছিলেন। যদিও অজিঙ্কা রাহানের নেতৃত্ব ও শতরানের উপর ভর করে, ভারত অবশ্য সিরিজে সমতা ফেরায় মেলবোর্নে। রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারীর লড়াইয়ের সৌজন্যে সিডনি টেস্ট ড্র হয়। গাব্বায় অস্ট্রেলীয়দের দর্পচূর্ণ করে ভারতের আনকোরা বোলিং লাইন আপ। পরে ব্যাট হাতে রুখে দাঁড়ান চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ। ফলে ভারত সিরিজে নেয় ২-১ ব্যবধানে। ভারতীয় ক্রিকেটভক্তরা সেই সিরিজের উল্লেখ করে লিখেছেন গাব্বায় অস্ট্রেলিয়ার অহংকার গুঁড়িয়ে দেওয়া হয়।  

আরও পড়ুন: Ravi Shastri, Border Gavaskar Trophy 2023: 'শুরু থেকে বল লাট্টুর মতো ঘোরা চাই!' কার উপর বাজি ধরে আসরে নামলেন শাস্ত্রী? জানতে পড়ুন

আরও পড়ুন: Ravichandran Ashwin, Border Gavaskar Trophy 2023: 'বন্দুকের মতো' অশ্বিনকেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া! বুঝিয়ে দিলেন অকপট উসমান খোয়াজা

pic.twitter.com/Uv08jytTS7

— cricket.com.au (@cricketcomau) February 6, 2023

স্বভাবতই সেই ভিডিয়ো দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা নিজেদের স্থির রাখতে পারেনি। তাঁরাও পালটা জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। কারণ ভারতীয় দল সেবার প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারলেও, অনেক চ্যালেঞ্জ সহ্য করেও সিরিজ জিতেছিল। 

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল অ্যাডিলেডে। দিন-রাতের সেই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩৬ রানে। আট উইকেটে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। এবারের সিরিজ শুরু হওয়ার আগে, ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয়দের খোঁচা দিয়েছে সেই টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দিল। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। ভারতীয় দল এই অপমানের প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More