Home> খেলা
Advertisement

Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2023: ওয়ার্নার, স্মিথদের বিরুদ্ধে নামার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন 'স্যার জাদেজা'

Ravindra Jadeja: সোমবার কামব্যাক ম্যাচে নামার আগে রাজকোট স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে জাদেজাকে দেখার জন্যই ভিড় জমেছিল। দলের সঙ্গে নেটে চুটিয়ে ব্যাটিং ও বোলিং সেরে নিয়েছেন তিনি।

Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2023: ওয়ার্নার, স্মিথদের বিরুদ্ধে নামার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন 'স্যার জাদেজা'

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের অগাস্ট থেকে মাঠের বাইরে। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আর কয়েক ঘন্টা পরেই ফের একবার বাইশ গজের যুদ্ধে নামতে চলেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে নয়। বরং সৌরাষ্ট্রের (Saurashtra) অধিনায়কত্ব করবেন তারকা অলরাউন্ডার। ২৪ জানুয়ারি চেন্নাইয়ের চিপকে তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুদ্ধে মাঠে নেমে নিজের ম্যাচ ফিটনেসের পরিচয় দেবেন তিনি। 

সোমবার কামব্যাক ম্যাচে নামার আগে চিপক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে জাদেজাকে দেখার জন্যই ভিড় জমেছিল। দলের সঙ্গে নেটে চুটিয়ে ব্যাটিং ও বোলিং সেরে নিয়েছেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাড্ডু বলেন, "মাঠে ফিরে এসে দারুণ অনুভূতি হচ্ছে। এই ম্যাচের জন্য মুখিয়ে আছি এবার দলের জন্য একশ শতাংশ উজাড় করে দিতে চাই।" 

fallbacks

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: কোন বিশেষ কারণে ২৩ জানুয়ারির রাতে মুম্বই উড়ে যাচ্ছেন মহারাজ? জেনে নিন

আরও পড়ুন: Ravi Shastri VS Mahendra Singh Dhoni: ধোনির উপর মারাত্মক রেগে গিয়েছিলেন শাস্ত্রী! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এবারও সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। সেইজন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ডেভিড ওয়ার্নার (David Warner), স্টিভ স্মিথদের (Steve Smith)বিরুদ্ধে সাফল্য পাওয়ার জন্য বেশ কিছু নতুন ডেলিভারি রপ্ত করেছেন অভিজ্ঞ অফ স্পিনার। পাশাপাশি পার্টনার হিসেবে জাদেজাকে ফের একবার পেতে চান তিনি। সেটা শুনে বাঁহাতি অলরাউন্ডারের প্রতিক্রিয়া,"সবার আগে নিজের ম্যাচ ফিটনেসের প্রমাণ দিতে চাই। সেই ধাপ পেরনোর পর নিজের কিছু স্কিল, ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করব।" এরপর তিনি ফের যোগ করেন, "গত ২০ দিন আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম। সেখানে ব্যাটিং ও বোলিং করেছি। তবে ম্যাচ স্টিমুলেশন প্র্যাকটিস করার সুযোগ নেই। তাই রঞ্জি ট্রফির ম্যাচটা খেলতে চেয়েছি।" 

গত পাঁচ মাস মাঠের বাইরে থাকার জন্য আত্মবিশ্বাসে চিড় ধরেছে? জাদেজার জবাব, "এটা ঠিক যে, পাঁচ মাস মাঠের বাইরে থাকলে আত্মবিশ্বাসে চিড় তো ধরবেই। সেইজন্যই তো ম্যাচটা খেলতে চাইছি। জানি শুরুতে অসুবিধা হবে। কিন্তু কিছু করার নেই। কেউ চোট পেতে চায় না। কিন্তু একজন ক্রীড়াবিদের জীবনে চোট তো খেলাধুলার অঙ্গ। তাই মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।" 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা (ফিটনেসের উপর নির্ভর করছে), মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More