জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার মঞ্চে মহাসম্মানে সম্মানিত মেরি কম। 'আমার জার্নি এখনও চলছে', পুরস্কার হাতে নিয়ে বললেন অলিম্পিয়ান বক্সার।
একটা লাল দস্তানা। তাকে ঘিরে বড় হওয়ার স্বপ্ন দেখে ছোট্ট একটা মেয়ে। ছোট হলে কী হবে আসলে সে অনেক বড়। আপ্পার মতো বড়। ভোর পাঁচটা ঘুম থেকে ওঠেই ক্ষেতের কাজ। তারপর এক দৌড়ে স্কুল, ফিরে এসে মা-কে সাহায্য। সঙ্গে লণ্ঠনের আলোয় পড়াশোনা। আর একটি লাল দস্তানা জড়িয়ে বড় হওয়ার স্বপ্ন দেখা।
তারপর? মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী ইম্ফল। অলিম্পিক! কেমন ছিল জার্নিটা? মেরি কম বললেন, 'যদি আমার জার্নির কথা বলি, তাহলে শেষ হবে না। জার্নিটা খুবই কঠিন ছিল। এক মেয়ে হিসেবে, মা হিসেবে ফিরে আসা ও সাফল্য অর্জন করা, সেটা যে কত কঠিন, কীভাবে বোঝাব'? জীবন অনেক কঠিন ছিল। কিন্তু আমি কখনও হাল ছাড়িনি। আমার জার্নি এখনও চলছে'।
জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান পেলেন সুরকার শান্তনু মৈত্র। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন উষা উত্থুপ।