নিজস্ব প্রতিবেদন- এবার কৃষকদের সমর্থনে খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন ভারতের তারকা বক্সার বিজেন্দ্র সিং। তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানাতে কৃষকদের আন্দোলনে এবার সমর্থন জানালেন বিজেন্দ্র। তিনি বলেছেন, “সরকার যদি এই আইন প্রত্যাহার না করে তাহলে আমি দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন ফিরিয়ে দেব।”
আরও পড়ুন- ODI সিরিজ হারের বদলা নিল কোহলির ভারত
এর আগে পাঞ্জাব ও হরিয়ানার একাধিক ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার ফেরৎ দেওয়ার হুমকি দিয়েছেন। ডিসেম্বরের ৮ তারিখ দেশজুড়ে ধর্মঘট ডেকেছেন আন্দোলনকারী কৃষকরা। যদিও কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরি জানিয়েছেন, এই আইন দেশের কৃষকদের সুবিধার্থে এবং এর পরিবর্তন হবে না।
সরকার আগামী বুধবার কৃষকদের ফের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। সরকার আন্দোলনকারীদের আন্দোলনের স্থান থেকে মহিলা, বাচ্চা ও বয়স্কদের সরিয়ে নেওয়ার আবেদন করেছে। তবে কৃষক সংগঠনগুলি সরকারের এই আবেদনে এখনও সাড়া দেয়নি।