Home> খেলা
Advertisement

শতবর্ষের কোপাতেও বর্ণহীন ব্রাজিল, শুরুতেই আটকে গেল ব্রাজিল

কোপা আমেরিকায় শুরুতেই আটকে গেল ব্রাজিল। গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ড্র কর দুঙ্গার দল। নিজেদের দেশে বিশ্বকাপের সেমিফাইনালে ১-৭ গোলে লজ্জার হারে খেলা কোনও ফুটবলারই এদিনের ম্যাচে খেলেননি। কিন্তু এরপরেও দুঙ্গার নতুন ব্রাজিল হতাশ করল। এককথায় ছন্দহীন ব্রাজিল।

শতবর্ষের কোপাতেও বর্ণহীন ব্রাজিল, শুরুতেই আটকে গেল ব্রাজিল

ওয়েব ডেস্ক: কোপা আমেরিকায় শুরুতেই আটকে গেল ব্রাজিল। গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ড্র কর দুঙ্গার দল। নিজেদের দেশে বিশ্বকাপের সেমিফাইনালে ১-৭ গোলে লজ্জার হারে খেলা কোনও ফুটবলারই এদিনের ম্যাচে খেলেননি। কিন্তু এরপরেও দুঙ্গার নতুন ব্রাজিল হতাশ করল। এককথায় ছন্দহীন ব্রাজিল।

কোপার প্রথম ম্যাচেই আটকে গেল সেলেকাওরা। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল দুঙ্গার ব্রাজিল। সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন উইলিয়ানরা। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়ার গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ভ্যালেন্সিয়া শট নেওয়ার সময় বল বাইরে চলে গেছে বলে গোল বাতিল করে দেন রেফারি। ব্রাজিলের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার সকালে হাইতির সঙ্গে। এই গ্রুপে ব্রাজিল, ইকুয়েডর,হাইতি ছাড়া আছে পেরু।  

Read More