Home> খেলা
Advertisement

নেইমারের হাত ধরেই অলিম্পিক ফুটবলে সোনা ব্রাজিলের

বিশ্ব ফুটবলে দশকের পর দশক রাজত্ব করলেও, অলিম্পিকে সোনা অধরাই ছিল ব্রাজিলের। নেইমারের হাত ধরে এবার সেই সোনাও এসে গেল পেলের দেশে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানিকে হারিয়ে সোনা জিতল ব্রাজিল।

নেইমারের হাত ধরেই অলিম্পিক ফুটবলে সোনা ব্রাজিলের

ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে দশকের পর দশক রাজত্ব করলেও, অলিম্পিকে সোনা অধরাই ছিল ব্রাজিলের। নেইমারের হাত ধরে এবার সেই সোনাও এসে গেল পেলের দেশে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানিকে হারিয়ে সোনা জিতল ব্রাজিল।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। প্রথমার্ধে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তারপর দ্বিতীয়ার্ধে জার্মানিকে সমতায় ফেরান ম্যাক্স মিয়ার। অতিরিক্ত সময় পর্যন্ত ফলাফল একই ছিল। যার ফলে হাই টেনশন ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৪ গোলে ম্যাচ জিতে দেশকে প্রথম সোনা জয়ের স্বাদ পাইয়ে দেন নেইমাররা। জয়ের পরেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন নেইমার।

Read More