Home> খেলা
Advertisement

আজকের দিনেই অপরাজিত ৫০১ রানের রেকর্ড গড়েছিলেন লারা

আজকের দিনে ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল, তেমনটা আর কখনও ঘটেনি। আজ ৬ জুন, ২০১৬। ১৯৯৪ এর এই ৬ জুন ভুলতে পারবেন না কোনও ক্রিকেটপ্রেমী। শুধু না ভোলা নয়, কাটবে না ঘোরও। কী করে সম্ভব এমনটা?

 আজকের দিনেই অপরাজিত ৫০১ রানের রেকর্ড গড়েছিলেন লারা

ওয়েব ডেস্ক : আজকের দিনে ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল, তেমনটা আর কখনও ঘটেনি। আজ ৬ জুন, ২০১৬। ১৯৯৪ এর এই ৬ জুন ভুলতে পারবেন না কোনও ক্রিকেটপ্রেমী। শুধু না ভোলা নয়, কাটবে না ঘোরও। কী করে সম্ভব এমনটা?

আর উত্কণ্ঠায় না রেখে বলেই দিই, আজকের দিনেই ফার্স্ট ক্লাশ ক্রিকেটে ৫০১ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা। পাকিস্তানের হানিফ মহম্মদের করা ৪৯৯ রানের রেকর্ড ভেঙে নিজের নামে করে ফেলেছিলেন ব্রায়ান চার্লস লারা। এই বাঁ হাতি ব্যাটসম্যান ৫০১ রানের ইনিংস খেলেছিলেন ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিরুদ্ধে। দেখে নিন, ভিডিওটাও।

 

 

Read More