Home> খেলা
Advertisement

চাইনিস সুপার লিগে প্রথম ম্যাচেই গোল করলেন তেভেজ

একটা সময় তিনি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রাইকেরদের অন্যম ছিলেন। তার রেশ রয়েছে এখনও। চাইনিজ সুপার লিগের অভিষেক ম্যাচেই ছাপ ফেললেন তারকা ফুটবলার কার্লোজ তেভেজ। শাংহাই শেনুহার হয়ে প্রথম ম্যাচেই গোল পেলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। শুধু গোল করাই নয়,অপর একটা গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেন তেভেজ।

চাইনিস সুপার লিগে প্রথম ম্যাচেই গোল করলেন তেভেজ

ওয়েব ডেস্ক: একটা সময় তিনি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রাইকেরদের অন্যম ছিলেন। তার রেশ রয়েছে এখনও। চাইনিজ সুপার লিগের অভিষেক ম্যাচেই ছাপ ফেললেন তারকা ফুটবলার কার্লোজ তেভেজ। শাংহাই শেনুহার হয়ে প্রথম ম্যাচেই গোল পেলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। শুধু গোল করাই নয়,অপর একটা গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেন তেভেজ।

আরও পড়ুন বেঙ্গালুরুতে জিততে গেলে এরকমই ম্যাজিক দেখাতে হবে জাদেজাকে

তেভেজ ম্যাজিকে ভর করেই চাইনিজ সুপার লিগের প্রথম ম্যাচে চার-শূন্য গোলে জিতল শাংহাই শেনুহা। জানুয়ারিতে রেকর্ড অর্থে বোকা জুনিয়ার্স থেকে চাইনিজ লিগের ক্লাব শাংহাইতে যোগ দিয়েছিলেন তেভেজ। তার পেছনে এতটাকা খরচ করে যে তার ক্লাব ভুল করেনি,তা প্রথম ম্যাচেই বোঝালেন আর্জেন্টিনীয় তারকা।

আরও পড়ুন বেঙ্গালুরু টেস্টে ভারত, অস্ট্রেলিয়া দু'পক্ষই চালাচ্ছে স্লেজিং

Read More