Home> খেলা
Advertisement

BCCI | IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক, আইপিএলে করলেন মারাত্মক ভুল! বোর্ডকে দিতে হবে ১২ লক্ষ টাকা

Axar Patel: আইপিএলে বিরাট ভুল করে বসলেন অক্ষর প্যাটেল!

BCCI | IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক, আইপিএলে করলেন মারাত্মক ভুল! বোর্ডকে দিতে হবে ১২ লক্ষ টাকা

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) অক্ষর প্যাটেলের (Axar Patel) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টানা চার ম্যাচ জিতে, পঞ্চম ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরেছে। 

গত রবিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, মুম্বইয়ের ২০৫ রান তাড়া করে দিল্লি ১৯৩ রানে গুটিয়ে যায়। ১২ রানে মুম্বই জিতেছে। আরব সাগরের তীরে বড় ভুল করে ফেললেন দিল্লির অধিনায়ক অক্ষর! বোর্ডের কঠোর শাস্তির মুখে পড়লেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক!

আরও পড়ুন: 'একটি সুযোগ দাও'! নায়ারের করুণ আর্তনাদ, ১০৭৭ দিন পর ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯

হারের পরে অক্ষরদের পরিস্থিতি আরও খারাপ করেছে এই খবর। দিল্লি নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কোটার ওভার শেষ করতে ব্যর্থ হয়েছেন এবং তাঁকে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলতি মরসুমে অক্ষর এবং দিল্লির জন্য প্রথম ওভাররেটের ভুল। দ্বিতীয়বার অক্ষরের দল এমন করলে বিসিসিআইকে পরিণাম হিসেবে দিতে হবে ২৪ লক্ষ টাকা। গতবছর এই ভুল তিনবার করলে দলের অধিনায়ককে এক ম্যাচ নির্বাসিত করা হত।

২০২৫ সালের আইপিএলে এখনও পর্যন্ত ওভার-রেটের অপরাধে জরিমানা করা হয়েছে সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ (রাজস্থান রয়্যালস), হার্দিক পাণ্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স), ঋষভ পন্থ (লখনউ সুপার জায়ান্টস), এবং রজত পাটিদারকে (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।

কড়া হাতেই আইপিএল পরিচালনা করে বিসিসিআই। কাউকে রেয়াত করা হল না। কাউকেই বিসিসিআই ক্ষমা করছে না। মাঠের ভিতরে কারোর আচরণ যদি নিয়ম বিরুদ্ধ হয় তাহলে তাঁকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি কাটা হচ্ছে একটি ডিমেরিট পয়েন্টও। ভুগছেন দিগ্বেশ রাঠি থেকে ইশান্ত শর্মা

আরও পড়ুন: এই ভয়ংকর ভুলের পরিণাম ২৪ লক্ষ টাকা! বোর্ডের কঠোর শাস্তির মুখে এবার কোন অধিনায়ক?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More