Home> খেলা
Advertisement

IPL 2025: লিগের মাঝেই দলবদল, মুম্বইয়ের ঘর ভাঙলেন ধোনিরা? তরুণের অবিশ্বাস্য স্যালারি!

Chennai Super Kings: আইপিএলের মাঝপথেই চমকে দিল চেন্নাই সুপার কিংস! দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী তারকাকে সই করিয়ে নিল সিএসকে, যিনি অতীতে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।

IPL 2025: লিগের মাঝেই দলবদল, মুম্বইয়ের ঘর ভাঙলেন ধোনিরা? তরুণের অবিশ্বাস্য স্যালারি!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) রীতিমতো ধুঁকছে চেন্নাই সুপার কিংস (CSK)! পাঁচবারের চ্যাম্পিয়ন এমএস ধোনির (MS Dhoni) টিম সাত ম্যাচে মাত্র দু'টি জিতেছে। লিগ তালিকায় এখন সবার শেষে ইয়েলো আর্মি। রাচিন রবীন্দ্র এবং শিবম দুবে ছাড়া অন্য কোনও ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।

ইনিংসের শেষের দিকে ধোনির কিছু ক্যামিও ইনিংস আছে। সিএসকে-র এমন এক খেলোয়াড়ের প্রয়োজন ছিল যে, তাদের ব্যাটিংয়ে স্থিতিশীলতা প্রদান করতে পারবে। আর এই ভাবনায়, সিএসকে আইপিএলের মাঝপথেই সই করিয়ে নিল দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) মতো খেলোয়াড়কে। যিনি অতীতে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)।

আরও পড়ুন: 'দয়া করে আমাকে'...! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি

চোটের কারণে চেন্নাইয়ের ফাস্ট বোলার গুরজপনীত সিং আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে সিএসকে ২১ বছর বয়সী ব্রেভিসকে দলে নিল। ব্রেভিস ৮১টি টি-টোয়েন্টি খেলেছেন এবং সর্বাধিক ১৬২ রান করেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন ব্রেভিস। এবং এখনও পর্যন্ত ২টি টি-টোয়েন্টিআই খেলেছেন। ব্রেভিস এর আগে মুম্বইয়ের হয়ে ১০ ম্যাচ খেলেছিলেন। ২.২ কোটি টাকায় সিএসকের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ব্রেভিস ৫০৬ রান করেছিলেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের এক সংস্করণে সর্বাধিক রানের রেকর্ডের অধিকারী তিনিই। পুরুষদের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার ব্রেভিস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে টাইটানসের হয়ে নাইটসের বিরুদ্ধে ব্রেভিস ৫২ বলে ১৫০ রান করেছিলেন, যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১৬২ রান।
 
কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিং স্টাইলের অসাধারণ মিলের কারণে 'বেবি এবি' নামেও ডাকা হয় তরুণ ব্যাটারকে। এমএলসি এবং এসএ২০-তে নিজের আলাদা নাম তৈরি করে ফেলেছেন ব্রেভিস, যেখানে তিনি ১৮৪.১৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করে ষষ্ঠ সর্বাধিক রানশিকারি ছিলেন, এমআই কেপ টাউন তাদের প্রথম শিরোপা জিতেছিল এই ব্রেভিসের হাতযশেই। জোফ্রা আর্চারের বলে, কনুইয়ের হাড়ে চোট পেয়ে অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়ের, আগেই আইপিএল অভিযান শেষ হয়েছিল। পরিবর্তে সিএসকে মুম্বই এবং ভারতের অনূর্ধ্ব-১৯ ব্যাটার আয়ূষ মাত্রের সঙ্গে চুক্তি করে। গত শুক্রবার বিকেলে ব্রেভিস তাঁর ইনস্টাগ্রাম পোস্টে, একটি রহস্যময় হলুদ ছবি পোস্ট করেছিল, তারপরেই সিএসকে-র হয়ে ব্রেভিসের খেলার জল্পনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন: ১৭ বছর আগে ইমরানের বিছানায় বাঁধ ভেঙেছিলেন! এবার ভারতীয় স্টারের জন্য প্রকাশ্যেই...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More