Home> খেলা
Advertisement

এবার 'গ্যাংনাম' গেইলের ভাংড়া ডান্স

টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল বরাবরই পার্টি ভালোবাসেন। সেই সঙ্গে কোমর দোলাতেও বেশ পছন্দ করেন তিনি।

এবার 'গ্যাংনাম' গেইলের ভাংড়া ডান্স

নিজস্ব প্রতিবেদন : আইপিএল শুরু হতে আর বাকি কয়েকটা দিন। তার আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। এবার পাঞ্জাবি গানের তালে ভাংড়া ডান্স করলেন তিনি।

টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল বরাবরই পার্টি ভালোবাসেন। সেই সঙ্গে কোমর দোলাতেও বেশ পছন্দ করেন তিনি। গেইলের গ্যাংনাম এমনিতেই সুপারহিট। এবার ভাংড়ার তালে নেচে উঠলেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন গেইল।

 

#KingGaylecoming, India. #LivePunjabiPlayPunjabi #Kings

A post shared by KingGayle  (@chrisgayle333) on

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাইফ জ্যাকেট পরে বোটের মধ্যে নাচছেন ক্রিস গেইল। পাঞ্জাবি গানে ভাংড়া ডান্সের পাশাপাশি বলিউডি ছবির গানেও নেচেছেন ক্রিস গেইল। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা ক্রিস গেইলকে জানুয়ারিতে আইপিএল-এর নিলামে প্রথমে কেউ না কিনলেও পরে প্রীতির পঞ্জাব কিনে নেয় বিধ্বংসী গেইলকে।         

আরও পড়ুন - আইপিএলে শামিকে নেবেন না, দিল্লি ডেয়ারডেভিল'স-কে আর্জি হাসিনের

 

Read More