Home> খেলা
Advertisement

সপরিবারে সমুদ্রবিলাসে 'দ্য ইউনিভার্স বস'!

কেরালার যে পাঁচতারা হোটলে ক্রিস গেইল উঠেছেন, সেখানে প্রতিদিনই শরীরচর্চার সঙ্গে যোগব্যায়ামও করছেন তিনি।

সপরিবারে সমুদ্রবিলাসে 'দ্য ইউনিভার্স বস'!

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের ঘুম ভাঙিয়ে যেন নিজেই নিদ্রায় গেলেন 'তাণ্ডবশ্বের'! ২২ গজে ধ্বংসলীলার পর আরবসাগরের শীতল স্রোতে গা ভাসালেন ক্রিস গেইল। ক্যামারাবন্দি হলেন জেলের অবতারে।

আরও পড়ুন- কোহলির ক্যাচে ‘ধরা পড়লেন’ অনুষ্কা!

 

It’s really good to always have loved ones around you  #Kerala #KingGayle

A post shared by KingGayle  (@chrisgayle333) on

ক্রিকেট থেকে সাময়িক বিরতি। পরবর্তী ম্যাচ ৪মে। মুম্বইয়ের বিরুদ্ধে ঝলসে ওঠার আগে পঞ্জাব তারকা সপরিবারে ছুটি কাটাচ্ছেন কেরালায়। মেয়ে, বউ, শাশুড়িকে নিয়ে গেইল এখন পারফেক্ট ফ্যামিলিম্যান। জি নিউজের খবর অনুযায়ী সোমবারই পরিবার নিয়ে কেরালায় এসেছেন 'ইউনিভার্স বস'। ফিরবেন ৩ মে। কেরালার যে পাঁচতারা হোটলে ক্রিস গেইল উঠেছেন, সেখানে প্রতিদিনই শরীরচর্চার সঙ্গে যোগব্যায়ামও করছেন তিনি। 

আরও পড়ুন- ধোনির কাছে 'গুরুমন্ত্র' নিলেন ঈশান

Read More