Home> খেলা
Advertisement

সমস্ত জল্পনা কাটিয়ে গোয়া দলের কোচ হতে চলেছেন ব্রাজিলের জিকো

স্বস্তি ফিরল আইএসএল দল এফসি গোয়া শিবিরে। সমস্ত জল্পনা কাটিয়ে গোয়া দলের কোচ হতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। এর আগে আইএসএলের দুটি মরসুমে গোয়া দলের দায়িত্বে ছিলেন তিনি। গতবার তাঁর কোচিংয়েই আইএসএল ফাইনালে খেলেছিল গোয়া।অবশ্য ফাইনালে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল গোয়াকে। এরপরই নানা কারণে জিকোর সাথে কিছুটা দুরত্ব তৈরি হয়েছিল ততকালিন এফ সি গোয়ার কর্তৃপক্ষের।

সমস্ত জল্পনা কাটিয়ে গোয়া দলের কোচ হতে চলেছেন ব্রাজিলের জিকো

ওয়েব ডেস্ক: স্বস্তি ফিরল আইএসএল দল এফসি গোয়া শিবিরে। সমস্ত জল্পনা কাটিয়ে গোয়া দলের কোচ হতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। এর আগে আইএসএলের দুটি মরসুমে গোয়া দলের দায়িত্বে ছিলেন তিনি। গতবার তাঁর কোচিংয়েই আইএসএল ফাইনালে খেলেছিল গোয়া।অবশ্য ফাইনালে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল গোয়াকে। এরপরই নানা কারণে জিকোর সাথে কিছুটা দুরত্ব তৈরি হয়েছিল ততকালিন এফ সি গোয়ার কর্তৃপক্ষের।

আরও পড়ুন বলিউড, হলিউড, টলিউড, এমন কাণ্ড বিশ্বের কোনও ফিল্মে আর হয়নি!

পরবর্তী সময়ে গোয়া দলের মালিকানা বদলের পর জিকোকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন বর্তমান মালিক।তারা যোগাযোগ করে জিকোর এজেন্টের সঙ্গে।অবশেষে জিকো তৃতীয়বারের জন্য কোচের দায়িত্ব নেওয়াতে চিন্তামুক্ত গোয়া ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই দুপক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে। কর্তারা চাইলেও গোয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে নারাজ জিকো।

আরও পড়ুন  বন্দুকবাজ তোমাকে সেলাম!

 

Read More