Home> খেলা
Advertisement

কমনওয়েলথ গেমসে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিল শ্যুটিং

কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে এখনও প‌র্যন্ত ভারতের ঝুলিতে এল ৬টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ। সবেমিলিয়ে মেডেল তালিকায় ভারত রয়েছে ৩ নম্বরে

কমনওয়েলথ গেমসে ভারতকে ষষ্ঠ সোনা এনে দিল শ্যুটিং

নিজস্ব প্রতিবেদন : কমনওয়েলথ গেমসে রবিবার ভারতের সেনার দিন। ভারোত্তলনে পুণম ‌যাদবের সোনার পর ফের সোনা এল ভারতের ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে সোনা জিতলেন মনু ভাকের। পাশাপাশি ওই ইভেন্টেই রুপো তুলে নিলেন হিনা সিধু।

এদিন ৬৯ কোজি বিভাগে সোনা জেতেন ভারোত্তলক পুণম ‌যাদব। এই বিভাগে আরও কয়েকটি সোনা আসতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার ভারোত্তলন বিভাগে দেশকে সোনা এনে দেন ভেঙ্কটেশ। এদিন ভারতের জন্য আরও একটি পদক এনে দেন শ্যুটার রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ তুলে নেন রবি।

আরও পড়ুন-নিউমোনিয়ায় আক্রান্ত হয় মৃত্যু প্রতিভাবান মহিলা ক্রিকেটারের

কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে এখনও প‌র্যন্ত ভারতের ঝুলিতে এল ৬টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ। সবেমিলিয়ে মেডেল তালিকায় ভারত রয়েছে ৩ নম্বরে। শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ঘরে এসেছে ২৩টি সোনা, ১৭টি রুপো, ২১টি ব্রোঞ্জ। এর পরেই রয়েছে ইংল্যান্ড। তারে সংগ্রহ ১৪টি সোনা, ১৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ।

Read More