Home> খেলা
Advertisement

কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু

সাম্প্রতিককালে সিন্ধুর ধারাবাহিক সাফল্যের কারণেই ভারতীয় অলিম্পিক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।

কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু

নিজস্ব প্রতিবেদন : সাইনা নেহওয়াল বা মেরি কম নন, আসন্ন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও অলিম্পিকে রূপোজয়ী শাটলার পিভি সিন্ধু। শুক্রবার একথা জানিয়ে দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরেমনিতে ভারতের তেরঙা থাকবে সিন্ধুর হাতেই। ২০১৬ সালে রিও অলিম্পিকে রূপো জয়ের পাশাপাশি ২০১৭ সালে ক্যারোলিনা মারিনকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ জিতে নেন হায়দরাবাদী শাটলার। সাম্প্রতিককালে সিন্ধুর ধারাবাহিক সাফল্যের কারণেই ভারতীয় অলিম্পিক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্ত সৌম্যজিতকে নির্বাসিত করল টিটি ফেডারেশন

২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী সিন্ধু আসন্ন কমনওয়েলথ গেমসেও সোনার পদক জয়ের অন্যতম দাবিদার। ৪ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে শুরু হতে চলেছে ২১তম কমনওয়েলথ গেমস। ৪ এপ্রিল কারারা স্টেডিয়ামে ভারতের পতাকা থাকবে সিন্ধুর হাতে।

আরও পড়ুন- মহারাজের আত্মজীবনী পড়ে কী বললেন 'দাদা'র দাদা ?

Read More