গ্লাসগো: এই তুলনাটা আসারই ছিল। এলও বটে... গত রাতে গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে উদ্বোধনী অনুষ্ঠানের পর তুলনা চলছে ২০১০ দিল্লি গেমসের সঙ্গে। সাংবাদিকরা কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লি না গ্লাসগো কোন গেমস বেশি আকর্ষণীয় হল। এই প্রশ্নের উত্তরে প্রায় দ্বিধা বিভক্ত রায় এল।
কেউ কেউ বলছেন, দিল্লির জাঁকজমকের কাছে কিছুই নয় গ্লাসগো গেমসের উদ্বোধন। আবার কেউ কেউ বলছেন, ছিমছাম অনুষ্ঠানের বিচারে গ্লাসগোই সেরা। তবে টিভি রেটিংসের কথা বললে, গ্লাসগোর উদ্বোধনী অনুষ্ঠান ছাপিয়ে গেল সব কিছুকে।
১৯৭০ ও ১৯৮৬ সালে এডিনবার্গে দুটি কমনওয়েলথ গেমস উদ্বোধনের পর তৃতীয়বার এই গেমসের আয়োজন করছে স্কটল্যান্ড। ৭১ টি দেশের মোট ৪৫৬০ জন অ্যাথলিট অংশ নিচ্ছে ২০ তম কমনওয়েলথ গেমসে।