Home> খেলা
Advertisement

Poonam Pandey IPL 2025: 'কী ভালোই ওর...' আইপিএল মাতানো কিশোরে পুরোই অস্থির পুণম পাণ্ডে! ওখানেই আটকেছে চোখ

Poonam Pandey On Vaibhav Suryavanshi: এবার বৈভব সূর্যবংশীতে মজেছেন পুণম পাণ্ডে! নিজের চেয়ে ২০ বছরের ছোট ক্রিকেটারকেই এখন হাঁ করে দেখেন বিতর্কিত মডেল...

Poonam Pandey IPL 2025: 'কী ভালোই ওর...' আইপিএল মাতানো কিশোরে পুরোই অস্থির পুণম পাণ্ডে! ওখানেই আটকেছে চোখ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হুইলচেয়ারে বসে থাকা রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) দাঁড় করিয়ে দিয়েছিল মাত্র ১৪ বছর ৩২ দিনের এক কিশোর। সে আর কেউ নয়, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)! চলতি আইপিএলের (IPL 2025) সব আলো একাই কেড়ে নিয়েছে বিহারের সমস্তিপুরের বিস্ময় বালক। সবার মুখে এখন শুধুই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটার বৈভব! শার্দূল ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে আইপিএল কেরিয়ার শুরু করা বৈভব, এখন অস্থির করে দিয়েছে দেশের বিতর্কিত মডেল পুণম পাণ্ডেকে (Poonam Pandey)। এবার বৈভবের প্রতি ভালোলাগা নিয়ে মুখ খুললেন পুণম (Poonam Pandey On Vaibhav Suryavanshi)।

আরও পড়ুন: 'বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত'! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব...

বলিউডের খবরাখবর করা এক ওয়েবসাইটে, পুণম সাক্ষাত্‍কার দিতে গিয়েই ক্রিকেটের কথা এসেছে। পুণম বলেন, 'যেহেতু আমি মুম্বইয়ের, সেহেতু আমি মুম্বইকেই (মুম্বই ইন্ডিয়ান্স) সমর্থন করব। কিন্তু সত্যি বলতে, আমি আইপিএল দেখছিই না। মানে পুরোপুরি দেখা হচ্ছে না। কিন্তু, হ্যাঁ, আমি সেই অসাধারণ ছেলেটিকে দেখেছি, যার মাত্র ১৪ বছর বয়স। কী অসাধারণ ছক্কা মারছে, কী ভালোই ওর ছয় গুলো। আমি ওর দিকে তাকিয়েই থাকি। কী কিউট মুখটা, কী লাভলি মুখটা'! বৈভবের প্রতি ভালোবাসার কথা জানিয়েও পুণম কিন্তু ভোলেননি সেই ক্রিকেটারকে। এখনও পুণমের হৃদয়ে বিশেষ জায়গায় রয়েছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের সুপারস্টারকে আলাদা নজরেই দেখেন পুণম। রাখেন সব খোঁজখবর। পুণমের সংযোজন, 'আমার সবচেয়ে প্রিয় ভারতীয় ক্রিকেটার বিরাট। উনি সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছে। কিন্তু বিরাট সবসময় আমার পছন্দের প্রথম খেলোয়াড় হয়েই থাকবেন' 

আরও পড়ুন: দীঘায় জগন্নাথ মন্দিরের পর মন্দারমণিতে জাদুঘর; অপেক্ষায় ধোনি-সানি থেকে পেলে-দিবু...

১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট তুলে, লিগ তালিকায় ৯ নম্বরে থেকে আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান। দ্রাবিড়ের তত্ত্বাবধানে হতশ্রী পারফর্ম করেছে অতীতের ট্রফিজয়ী টিম। এত খারাপেও উজ্জ্বল সেই বৈভবই। ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। হাঁকিয়েছে সেঞ্চুরিও। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় নিয়ে রাজস্থান যে, কোনও ভুলই করেনি, তা বুঝিয়ে দিয়েছে বৈভব। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে নাম তুলে ইতিহাস লিখেছে বৈভব। আগামী দিনে বৈভব যে দেশের জার্সিতে আগুন ঝলসাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই বয়সেই সে সব তারকা বোলারদের ক্লাব স্তরে নামিয়েছে। বয়স বাড়ার সঙ্গেই বৈভব আরও পরিণত হবে... 

আরও পড়ুন: অনেক হল আইপিএলে, এবার খেলা ছাড়ার নিদান নক্ষত্রকে! ২৭ কোটির ভারতীয়র অন্ধকার ভবিষ্যৎ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More