ব্যুরো: কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে তার আচরণের জন্য যখন সব মহল থেকে সমালোচিত হয়েছেন ঠিক তখনই নেইমারের সমর্থনে মুখ খুললেন আর্জেন্টিনার ফুটবলার মাসচেরানো।
আর্জেন্টিনার সহ-অধিনায়কের মতে নেইমারকে মেরেই এবারের কোপা থেকে বের করে দেওয়া হয়েছে। ক্লাব ফুটবলে নেইমারের সঙ্গে বার্সেলোনায় খেলেন মাসচেরানো। তার মতে নেইমারের মতো প্রতিভাবান ফুটবলারকে বেশি করে মারে ডিফেন্ডাররা। রেফারিদের উচিত সেই দিকটা ভেবে সিদ্ধান্ত নেওয়া। কলম্বিয়া ম্যাচে মোট কুড়িবার নেইমারকে ফাউল করেন কলম্বিয়ার ফুটবলাররা। মাসচেরানো মনে করেন এতবার মার খাওয়ার পরই আর মেজাজ ঠিক রাখতে পারেননি নেইমার।