ওয়েব ডেস্ক:আর মাত্র কিছুক্ষণ! ২০১৬ ইউরোতে প্রথমবার মাঠে নামছেন CR7। আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই ইউরোর অভিযান শুরু করতে চলেছেন এই তারকা ফুটবলার। নানি, পেপে, ড্যানিলোরা পর্তুগাল দলের অন্যতম স্তম্ভ হলেও সারা ফুটবল বিশ্ব আজ চোখ রাখবে যার ওপর তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলার আগে কী কিছুটা চাপে রিয়াল তারকা?
খেলতে নামার আগে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টুইট, "আজ আমরা ১১ জন মাঠে নামছি আমাদের ১১ জনের ইচ্ছার জন্য। সমর্থকদের ভরসা, বিশ্বাস, আস্থার প্রতি আমরা সর্বদা সহৃদয় "।
উল্লেখ্য মঙ্গলবার রাতে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও একটি নজির স্থাপন করতে চলেছেন। ফিগোর পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বিতীয় ফুটবলার যিনি দেশের জার্সি গায়ে ১২৭তম ম্যাচ খেলবেন।