Home> খেলা
Advertisement

সচিন-সৌরভ কি একসঙ্গে ওপেন করলেন?

না, সৌরভ, সচিনের সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচেও ওপেন করেলন না। সচিন এবং সেহবাগই প্রথম ম্যাচের মতো ওপেন করতে নামলেন। আপাতত সচিন ব্লাস্টার্সের রান ২ ওভারে ২০ রানে ১ উইকেট! আউট সেহবাগ। কলেন (৮ বলে ১৬)। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন সৌরভ। ক্রিজে তাই দুজনে একসঙ্গে অনেকদিন পর।

সচিন-সৌরভ কি একসঙ্গে ওপেন করলেন?

ওয়েব ডেস্ক: না, সৌরভ, সচিনের সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচেও ওপেন করেলন না। সচিন এবং সেহবাগই প্রথম ম্যাচের মতো ওপেন করতে নামলেন। আপাতত সচিন ব্লাস্টার্সের রান ২ ওভারে ২০ রানে ১ উইকেট! আউট সেহবাগ। কলেন (৮ বলে ১৬)। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন সৌরভ। ক্রিজে তাই দুজনে একসঙ্গে অনেকদিন পর।
এর আগে এদিন টস জেতেন সচিন তেন্ডুলকর। তারপর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ওয়ার্নিস ওয়ারিওর্স ব্যাট করতে নেম বেধড়ক মেরে ২০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান তুলেছে। মাইকেল ভন করেন ২২ বলে ৩০ এবং ম্যাথু হেডেন করেছেন ১৫ বলে ৩২।

জ্যাক কালিস করেছেন (২৩ বলে ৪৫)। তাঁর উইকেট নিয়েছেন সেহবাগ। দুর্দান্ত ফর্মের কুমার সঙ্গাকারা করেন (৩০ বলে ৭০) এবং পন্টিং মাত্র (১৬ বলে ৪১)।
সাইমন্ডস অপরাজিত থাকেন (৬ বলে ১৯) এবং রোডস অপরাজিত থাকেন (৮ বলে ১৮ ) করে।

এখন সচিন সৌরভ কী করেন সেটাই দেখার। জেতার জন্য লক্ষ্যটাও যে অনেক। ২৬৬! মাত্র ২০ ওভারে।

Read More