Home> খেলা
Advertisement

Cricket In LA Olympics 2028: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক'টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে...

Cricket In LA Olympics 2028: শতবর্ষের প্রতীক্ষার অবসান, অলিম্পিক্সে ফিরল ক্রিকেট

Cricket In LA Olympics 2028: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক'টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৮ দেখবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA Olympics 2028)। আমেরিকায় বসবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'। মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে থাকবে ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট। অলিম্পিক্স শুরুর তিন বছর আগে থেকেই উত্তেজনার আঁচ একটু একটু করে বাড়ছে...

এবারের অলিম্পিক্সে ফ্ল্যাগ ফুটবল, বেসবল/সফটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো যেমন নতুন খেলা যুক্ত হচ্ছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট।কারণ ১০০ বছরেরও বেশি সময় পরে ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিক্সে। শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালে। ফ্রান্সকে সেবার হারিয়েছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই সেবার অংশ নিয়েছিল। দেখতে গেলে ১২৮ বছর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি, বুধবার জানিয়ে দিয়েছে যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট। 

আরও পড়ুন: তাঁদের হাত-পায় 'সোনা'য় বাঁধানোই! একজনের গোলবন্যায় ইতিহাস, অপরজন ১৫ ম্যাচ অপরাজিত

এলএ-তে ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। পুরুষ এবং মহিলা উভয় দলই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি টুর্নামেন্টেই মোট ছ'টি করে দল অংশ নেবে। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড় থাকবে, অর্থাৎ মোট ৯০ জন ক্রিকেটার অলিম্পিক্স ক্রিকেটে অংশ নেবেন। যেহেতু আমেরিকা আয়োজক, সেহেতু তারা ডোনাল্ড ট্রাম্পের দেশ সরাসরি কোয়ালিফাই করবে। অন্যান্য শীর্ষ ক্রিকেটীয় দেশগুলিও যোগ্যতা অর্জন করবে বলেই আশা করা যায়। তবে এখনও কোন নিয়মে কোয়ালিফিকেশন হবে তা নির্ধারিত হয়নি। 

আইসিসিই চেয়েছিল ছ'দলীয় অলিম্পিক্স ক্রিকেট। যাতে 'কস্ট এফিসিয়েন্ট' অলিম্পিক্স হয়। জয় শাহ আইসিসি-র অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে ঢোকা থেকেই চেয়েছিলেন যে, ক্রিকেট ফিরুক। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ফের শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গেই ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)-র অবদান উল্লেখযোগ্য। এবার তার জেরেই অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন হল। তা বলাই যায়।

দেশকে গতবছর টি-২০ বিশ্বকাপ জিতিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা একযোগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের তিন মহরথী বলেছিলেন যে, তাঁরা আর দেশের জার্সিতে টি-২০ খেলবেন না। তবে কিছুদিন আগে বিরাট বলেছেন যে, যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে ওঠে, তাহলে তিনি অবসর ভেঙে ওই বিশেষ ম্যাচ খেলতে নামবেন।

 

আরও পড়ুন: ২৪ বছরের স্টারকে ১৪ কোটি দিয়েছেন, না পেয়ে 'অভুক্ত' সুন্দরী মালকিন চরম হতাশ!
 

 

 

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More