Home> খেলা
Advertisement

ইতিহাস গড়ে সোনা জিতলেন মনিকা

প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন তিনি।

ইতিহাস গড়ে সোনা জিতলেন মনিকা

নিজস্ব প্রতিবেদন : শুক্রবারই মহিলাদের টেবিল টেনিসের ডাবলসে রুপো জিতেছিলেন ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা। শনিবার টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সেই সিঙ্গাপুরের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন মনিকা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন তিনি।

আরও পড়ুন- কুস্তিতে সোনা 'দঙ্গল গার্ল'-র, ব্রোঞ্জ সাক্ষীর

ফাইনালে সিঙ্গাপুরের মেঙ্গুই ইউকে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় প্যাডলার। খেলার ফল মনিকার পক্ষে ১১-৭, ১১-৬, ১১-২, ১১-৭। গোল্ড কোস্টে ভারতের ২৪তম সোনা জিতলেন তিনি। এই নিয়ে এবারের কমনওয়েলথ গেমসে তৃতীয় পদক জিতলেন মনিকা। দলগত ইভেন্টে সোনা, ডাবলসে রুপো এবং সিঙ্গলসে ফের সোনা জয় দিল্লির ২২ বছর বয়সী তরুণীর।

Read More