নিজস্ব প্রতিবেদন : গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনার দৌড় অব্যাহত ভারতের। সৌজন্যে শুটিং। গেমসের পঞ্চম দিনে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ। শুটিংয়েই ব্রোঞ্জ জিতলেন অপূর্বি চান্ডিলা এবং ওম মিথারভাল।
আরও পড়ুন- কমনওয়েলথে টেবিল টেনিসে সোনা জিতে ইতিহাস মহিলাদের
কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে শুটার জিতু রাইয়ের হাত ধরে অষ্টম সোনা এল ভারতের ঘরে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন জিতু। জিতুর স্কোর ২৩৫.১।এই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন ভারতের ওম মিথারভাল। তাঁর স্কোর ২১৪.৩।
#TeamIndia#GC2018Shooting
— IOA - Team India (@ioaindia) April 9, 2018
India won 2 podium finishes earlier today in the 10m Air Pistol Men's Finals of the #GC2018
In his first appearance #OmPrakashMitharval equalled the #GamesRecord in Qualifying while @JituRai set a new #GamesRecord scoring 235.1!#Welldone team pic.twitter.com/H2DhhYSJDw
গেমসের পঞ্চম দিনে শুটিংয়ে আরও দুটি পদক এনে দিলেন ভারতীয় মেয়েরা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ। সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে ভেলসোর শুট অফে হার মানলেন মেহুলি। দুজনেরই স্কোর ছিল ২৪৭.২। এরপর শুট অফে মার্টিনা স্কোর করেন ১০.৩, অন্যদিকে মেহুলির স্কোর ৯.৯। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বি চান্ডিলা।
সৌজন্যে- টুইটার