Home> খেলা
Advertisement

IPL 2020: ফিটনেস টেস্ট দিচ্ছেন পন্থ; আর ভক্তরা বলছেন 'মোটা'-'পেটু'!

সঙ্গে ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যথেষ্ট নাকি মোটা হয়েছেন পন্থ।

IPL 2020: ফিটনেস টেস্ট দিচ্ছেন পন্থ;  আর ভক্তরা বলছেন 'মোটা'-'পেটু'!

নিজস্ব প্রতিবেদন : হ্যামস্ট্রিংয়ের চোট। তাই দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। মুম্বই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে না খেললেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হয়তো দিল্লি দলে ফিরতে পারেন তিনি। ফিটনেস টেস্ট দিতে গিয়ে সেই পন্থের চেহারা নিয়ে নানান মন্তব্য ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

ঘটনা হল, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ফিটনেস টেস্ট দিচ্ছিলেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু চোটের জন্য মোটেই ভাল ভাবে দৌড়াতে পারছিলেন না তিনি।

 

 

সঙ্গে ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যথেষ্ট নাকি মোটা হয়েছেন পন্থ। আর তাই ভক্তরা মশকরা করতে ছাড়েননি। পন্থকে কেউ মোটা তো কেউ পেটু লিখেছেন টুইট কমেন্টে।

আরও পড়ুন -  মা মেরি আমার অনুপ্রেরণা, বললেন বিরাট কোহলি  

Read More