Home> খেলা
Advertisement

আততায়ীর গুলিতে খুন বাবা, সফর বাতিল করলেন ক্রিকেটার

আততায়ীর গুলিতে খুন হয়েছেন বাবা  রঞ্জন ডি'সিলভা। ধনঞ্জয়ের বাবা একজন রাজনীতিবিদ। সম্প্রতি দ্বীপরাষ্ট্রের ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি।

আততায়ীর গুলিতে খুন বাবা, সফর বাতিল করলেন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন : বাবার হঠাত্ মৃত্যুতে ক্যারিবিয়ান সফরে যাওয়ার বিমানে চড়া হল না শ্রীলঙ্কার ওপেনার ধনঞ্জয় ডি'সিলভা-র। আততায়ীর গুলিতে বাবার মৃত্যুতে মুষড়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন- একশো বলের ক্রিকেটে ধোনি, কোহলি!

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের বিমান ধরার কথা শ্রীলঙ্কার। তার আগেই ধনঞ্জয়ের কাছে আসে দুঃসংবাদ। জানতে পারেন আততায়ীর গুলিতে খুন হয়েছেন বাবা  রঞ্জন ডি'সিলভা। ধনঞ্জয়ের বাবা একজন রাজনীতিবিদ। সম্প্রতি দ্বীপরাষ্ট্রের ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। রাজধানী কলোম্বোর রাতমালানেতে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃ্ত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। কিন্তু এখনও কাউকে ধরা যায়নি।

দেশের জার্সিতে ১৩টি টেস্ট খেলেছেন ২৬ বছর বয়সী ধনঞ্জয়। এদিকে আর এক লঙ্কা ওপেনার দিমুথ করুণারত্নে আঙুলে চোট পাওয়ায় যেতে পারছেন না ক্যারিবিয়ান সফরে। বাবার মৃত্যুর কারণে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনার সমস্যায় ভুগতে হতে পারে লঙ্কানদের। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা।    

Read More