Home> খেলা
Advertisement

Diamond Harbour FC: লুকার শেষ মুহূর্তে ম্যাজিক! জিতেই ডুরান্ড অভিষেক ডায়মন্ড হারবারের...

Mohammedan Sporting vs Diamond Harbour: ডুরান্ড অভিষেকেই বাজিমাত ডায়মন্ড হারবারের| ২-১ হারাল মহামেডানকে....

Diamond Harbour FC: লুকার শেষ মুহূর্তে ম্যাজিক! জিতেই ডুরান্ড অভিষেক ডায়মন্ড হারবারের...

শুভপম সাহা: কলকাতা লিগে পরপর হার, সমর্থকদের জমা অসন্তোষ, ফুটবলারদের বেতন সমস্যা, ফিফার নিষেধাজ্ঞায় নতুন ফুটবলার সই করানোর বাধা, নেই লগ্নিকারী সংস্থা! এই যাবতীয় ফ্যাক্টরগুলোকে জুড়লে একটা টিমই সংজ্ঞায়িত হয়- মহামেডান স্পোর্টিং ক্লাব| 

আরও পড়ুন:  Indian Batters Create History Against England: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস...

ডুরান্ডের প্রথম ম্যাচে সাদা-কালো  শিবির একেবারে সীমিত রসদ নিয়ে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে| তিন বছরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ভারতীয় ফুটবলে নিজেদের জায়গা করে নিয়েছে| এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্টে এইবারই প্রথম পা রাখল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার| 

ডুরান্ড কাপ ও রেড রোডের ধারের ক্লাবের বয়স একই-১৩৪ বছর| গত মরসুমে আইএসএলে পা রাখা ময়দানের অন্যতম প্রধানের অধিকাংশ ফুটবলারই ডুরান্ডে প্রথমবার| ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দার (মেহেরাজুদ্দিন ওয়াডু) কী বা প্রত্যাশা করতে পারেন! তবুও তিনি টিমকে জার্সির সম্মানের কথা মাথায় রেখেই লড়তে বলেছিলেন| সজল বাগদের তুলনায় ধারেভারে অনেকটাই এগিয়ে অভিষেকের ক্লাব| লুকা মায়েসেন, ক্লেটন সিলভা, মিকেল কোর্তাজারের মতো বিদেশিদের সঙ্গেই জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠা ও রাহুল পাসোয়ানদের মতো চেনা মুখের সারি 

প্রথমার্ধ

মহামেডান শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের রাস্তায় হেঁটেছিল| প্রথম মিনিটেই গোল চলে আসতে পারত| কিন্তু তেমনটা হয়নি| ম্যাচের প্রথম গোল আসতে 
৩৬ মিনিট লেগে গেল| তাংভা রাগুইয়ের থ্রু বল ধরে ছোট্ট দৌড় নিয়ে, প্রথম বার পোস্ট লক্ষ্য করে থকচম এডিসন কোণাকুণি শট নেন| প্রতিপক্ষের গোলকিপার মিরশাদ হাতের চেটোতে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন| বিরতির ঠিক আগে এডিসনের কাছে সুবর্ণ সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর| বাঁ-দিক থেকে আশলে কোলির একেবারে বল সাজিয়ে দিলেন| গোলকিপারকে একা পেয়েও এডিসন বারের বাইরে বল মারেন| 

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডায়মন্ড হারবার গোল শোধ করে দেয়| ৫১ মিনিটে সমতা ফেরান ডিফেন্ডার সাইরুয়াতকিমা| নরহরি শ্রেষ্ঠার পরিবর্তে নামা স্যামুয়েলের ভাসানো কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করেন রুয়াতকিমা| ৮৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সলের বাঁক খাওয়ানো বুলেট শট যদি মিরশাদ রুখে না দিতেন তাহলে মহামেডান আরেক গোল করতেই পারত| রেফারি নির্ধারিত সময়ের পর আরও আট মিনিট যোগ করেছিলেন, সেই সময়ে মহামেডানের চেষ্টার কোনও ত্রুটি ছিল না| তবে একেবারে অন্তিম লগ্নে লুকার গোলে ডায়মন্ড হারবার জিতে যায়| আইএসএলে পঞ্জাবের অধিনায়কত্ব করা লুকা বুঝিয়ে দিলেন যে, তিনি স্লোভেনিয়ান বড় প্লেয়ারই....

মহামেডান

মহামেডানের এই টিমটাই সিএফএল খেলে, কিন্তু আজকে তাদের খেলা রীতিমতো নজর কাড়ল| মনে হল না যে ঘরোয়া লিগে এত করুণ দশা! এও মনে রাখতে হবে এই দলের ঝুলিতে দু'টি ডুরান্ড কাপ আছে| দেখার, এবার কতদূর যেতে পারে ব্ল্যাক প্যান্থার্স....এদিন শেষ মুহূর্তে হৃদয়ভঙ্গ নাহলে মহামেডানের সমর্থকরা নিঃসন্দেহে স্বস্তি পেতেন...

আরও পড়ুন:  Mohun Bagan Canteen: ভারতসেরা মোহনবাগানের ক্যান্টিনও দেশের সেরা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More