নিজস্ব প্রতিবেদন: প্রায় একই সঙ্গে অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতীয় কুস্তিতে সুখবর ও মন খারাপ করা খবর এল। ৫৭ কেজি বিভাগে রবি কুমার দাহিয়ার রুপো জয়ের পরেই জানা গেল যে, আরেক ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে গেলেন। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া ২-৪ ব্যবধানে সান মেরিনোর প্রতিদ্বন্দ্বী মাইলস অ্যামিনের কাছে হেরে গেলেন।
আরও পড়ুন:Ravi Dahiya: কুস্তির আকাশে 'রবি'র উদয়, ভারতকে অলিম্পিক্স থেকে রুপো এনে দিলেন দাহিয়া
News Flash:
(@India_AllSports) August 5, 2021
Wrestling: Deepak Punia loses Bronze medal bout (FS 86kg) 2-4 to Myles Amine. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/hSjo85SstF
বুধবার অর্থাৎ গতকাল দীপক তাঁর বিভাগে আমেরিকার ডেভিড টেলরের কাছে ০-১০ ব্যবধানে হেরে গিয়েছিলেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টেলরের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি তিনি। কিন্তু দীপক ব্রোঞ্জ পদক জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। কিন্তু এদিনও দীপকের জেতা হলো না। তবে তিনি লড়াই করেছিলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)