Home> খেলা
Advertisement

বলুন তো জন্টি রোডসের পছন্দের ভারতীয় ফিল্ডার কে?

তিনি জন্টি রোডস। ক্রিকেট খেলাটায় ফিল্ডিং ঠিক কতটা উত্তেজক এবং আকর্ষণীয় হতে পারে, সেটা দেখিয়েছেন সম্ভাবত তিনিই প্রথম। তাঁর নাম করলেই মানুষের মনে যে ছবিটা প্রথম আসে, তা হল পাখির মতো মাঠে উড়ে যাচ্ছেন জন্টি রোডস। তিনি ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর আজকের দিনে অনেক বিশ্বমানের ফিল্ডারই উঠে এসেছেন।

 বলুন তো জন্টি রোডসের পছন্দের ভারতীয় ফিল্ডার কে?

ওয়েব ডেস্ক: তিনি জন্টি রোডস। ক্রিকেট খেলাটায় ফিল্ডিং ঠিক কতটা উত্তেজক এবং আকর্ষণীয় হতে পারে, সেটা দেখিয়েছেন সম্ভাবত তিনিই প্রথম। তাঁর নাম করলেই মানুষের মনে যে ছবিটা প্রথম আসে, তা হল পাখির মতো মাঠে উড়ে যাচ্ছেন জন্টি রোডস। তিনি ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর আজকের দিনে অনেক বিশ্বমানের ফিল্ডারই উঠে এসেছেন।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

ভালো ভালো অনেক ফিল্ডার আছেন ভারতীয় ক্রিকেটেও। জন্টিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর মতে ভারতের সেরা ফিল্ডার কে? জন্টি একদম ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, 'সুরেশ রায়না। আমার খুব প্রিয় ফিল্ডার। বিরাট কোহলির কথাও বলবো। ওর হাতে অনেক জোর। ফিল্ডিং ভালো করতে গেলে যা খুব দরকারি। আর বিরাট ক্যাপ্টেন। মাঠে নিশ্চয়ই চাইবে রায়নার মতো ফিল্ডারকে।'

আরও পড়ুন  ডেল স্টেনকে মারা ওয়ার্নারের এই ছক্কাটা মিস করে গেলে এখনই দেখে নিন

Read More