এটিকে মোহনবাগান: ১ কোলাসো ৪০'
মুম্বই সিটি এফসি: ১ ডিয়াজ ৭৭'
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপে (Durand Cup) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জয় অধরা! দিন চারেক আগে 'অচেনা' রাজস্থানের কাছে ৩-২ হেরে ডুরান্ড অভিযান শুরু করেছিল জুয়ান ফেরান্দোর শিষ্যরা। বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি-র বিরুদ্ধে (Mumbai City FC) তিন পয়েন্টের লক্ষ্যে নেমেছিল সবুজ-মেরুন বাহিনী। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও একাধিক গোলের সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ১-১ ড্র করল গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। তিনের বদলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকল এটিকে মোহনবাগান। আগামী ২৮ অগস্ট ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান ডার্বি খেলবে। তার আগে সবুজ-মেরুন বাহিনী কিন্তু দলের পারফরম্যান্সে একেবারেই স্বস্তিতে থাকতে পারবে না। একথা বলাই যায়। গ্রুপ বি-তে এখন মাত্র দু'টি ম্যাচ বাকি রইল! দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবুজ মেরুন শিবির আপাতত গ্রুপে তিন নম্বরে।
এদিন ম্যাচের ৪০ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। আশিস রাই গোলমুখী শট করলে, সেই মুম্বইয়ের গোলরক্ষকের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়। সেই বল ধরে গোল করে যুবভারতীকে উচ্ছ্বাসে মাতিয়ে ছিলেন গোয়ানিজ উইঙ্গার। বিরতিতে ১-০ গোলে এগিয়েই মাঠ ছেড়েছিল এটিকে মোহনবাগান। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ফেরান্দোর শিষ্যরা। ম্যাচের ৭৬ মিনিটে পেরেরা ডিয়াজের গোলে মুম্বই সমতায় ফেরে। তবে পূর্ণশক্তির দল খেলিয়েও যদি এটিকে মোহনবাগান পরের রাউন্ডে যেতে না পারে, তাহলে কিন্তু দল নিয়ে অনেক প্রশ্ন উঠে যাবে। এখন দেখার ঐতিহ্যের মহারণে এটিকে মোহনবাগান কী করে! আগামিকাল রাজস্থানের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচে খেলেবে রাজস্থানের বিরুদ্ধে। প্রথম ম্যাচে কনস্ট্যানটাইনের শিষ্যরা নৌসেনার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। এখন দেখার লাল-হলুদ ডার্বির আগে রাজস্থানের বিরুদ্ধে জিতে ফেরে কিনা!