Home> খেলা
Advertisement

Kolkata Derby: 'কল্যাণীর স্নিগ্ধ মাটি, লাল-হলুদের শক্ত ঘাঁটি', সায়ন ধামাকায় ডার্বি ইস্টবেঙ্গলের...

Kolkata Derby:  কল্যাণীতে মরসুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি বিনো জর্জের টিমের...

Kolkata Derby: 'কল্যাণীর স্নিগ্ধ মাটি, লাল-হলুদের শক্ত ঘাঁটি', সায়ন ধামাকায় ডার্বি ইস্টবেঙ্গলের...

শুভপম সাহা:  'কল্যাণীর স্নিগ্ধ মাটি,  লাল হলুদের শক্ত ঘাঁটি'- কল্যাণী স্টেশন থেকে নেমে স্টেডিয়াম আসার পথে এমন বেশ কয়েকটি হোর্ডিংয়ে চোখ আটকেছিল! প্রশ্ন জেগেছিল, তাহলে ইস্টবেঙ্গলের সমর্থকরা কি আগেই জানতেন যে, শনিবার সন্ধ্যায়, ডার্বির শেষ হাসি তাঁরাই হাসবেন! হোর্ডিংয়ের সাত শব্দেই লেখা হল ম্যাচের স্কোরলাইন! ইস্টবেঙ্গল ৩-২ গোলে ঘটি-বাঙালের চিরাচরিত আবেগের মহাযুদ্ধ| কল্যাণীতে এই প্রথমবার হল ডার্বি| আর ইতিহাস লিখে দিল ইস্টবেঙ্গল...

ডার্বির আগে

এদিন মাঠে নামার আগে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া মোহনবাগান আত্মবিশ্বাসে ফুটছিল। সেখানে ইষ্টবেঙ্গল মাত্র ৪ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট! তবে প্রেস্টিজ ফাইটে পরিসংখ্যান ওই খাতায়-কলমেই থেকে যায়| মরসুমের প্রথম 'কলকাতা ডার্বি' শহর থেকে শিল্পাঞ্চলে (কল্যাণীতে) চলে যাওয়ায়, কলকাতার বহু ফুটবল সমর্থকদেরই বিস্তর ক্ষোভ ছিল! কোথায় যুবভারতীর আসন সংখ্যা ৬৫ হাজার! আর কোথায় ১৫ হাজারি কল্যাণী! প্রথমে ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ জুলাই। পুলিশি আপত্তিতে সেই ম্যাচ পিছিয়ে শেষ পর্যন্ত হল ২৬ জুলাই।

আরও পড়ুন: 'ভারত গৌরব' কিংবদন্তি পিআর শ্রীজেশ, বর্ষসেরায় সম্মানিত হবেন সৌভিক-বিষ্ণু...

দুই দল

মহারণে প্রভাত লাকরা, এডমন্ড লালরিনডিকা, ডেভিড লালহানসাঙ্গা, মার্তন্ড রায়না, দেবজিৎ মজুমদারের মতো সিনিয়র ফুটবলারদের নিয়েই লাল-হলুদের প্রথম একাদশ সাজিয়েছিলেন বিনো জর্জ| অন্যদিকে ডেগি কার্ডোজা সবুজ-মেরুন স্কোয়াডে প্রথম এগারোয় রেখেছিলেন সুহেল ভাট, কিয়ান নাসিরি ও দীপেন্দু বিশ্বাসের মতো সিনিয়রদের| 

প্রথমার্ধ

লাল-হলুদের খেলা শুরু থেকেই ছিল সবুজ-মেরুনের চেয়ে ছিল বেশি গোছানো| তার ফলস্বরূপ খেলার ৯ মিনিটেই লাল-হলুদ জনতাকে সেলিব্রেশনে মাতিয়ে দেন জেসিন টিকে| এডমন্ড-সায়ন বন্দ্যেপাধ্যায় ও জেসিন নিজেদের মধ্যে স্কোয়ার পাস খেলেন, ফিনিশ করেন জেসিন|

বিরতির আগেই ড্রামা

বিরতির কিছু আগেই পরপর জোড়া ঘটনায় মাঠ রীতিমতো উত্তপ্ত  হয়ে গিয়েছিল| দীপেন্দু এবং ডেভিড বল ট্যাকেলে করতে গিয়ে পড়ে যান, এরপর সবুজ-মেরুনের বঙ্গ ডিফেন্ডার ইচ্ছাকৃত ভাবে ডেভিডের মাথায় বুট চালিয়েও পার পেয়ে যান বক্সের মধ্যে! দীপেন্দুর অবধারিত কার্ড যেমন ছিল, তেমনই ইস্টবেঙ্গল প্রাপ্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়| এই ঘটনায় দীপেন্দুর সঙ্গে প্রভাত লাকরাও উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন| তবে দুই দলের ফুটবলাররাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খেলার স্পিরিট দেখিয়ে| রেফারি ছ'মিনিট অতিরিক্ত সময় যোগ করেছিলেন প্ৰথমার্ধে| আর ৫১ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন সায়ন| ২০ মিনিটে জেসিন চোট পেয়ে ছিটকে যাওয়ায় নেমেছিলেন মার্ক জোথানপুইয়া|  মার্ক জো বাঁ দিকে পাস বাড়িয়ে ছিলেন এডমন্ডকে, তিনি বল বাড়ান সায়নকে| সায়ন সোলো রানে আগুয়ান গোলরক্ষককে ইনসাইডে  কাটিয়ে কল্যাণী মাতিয়ে দেন|  

আরও পড়ুন: মশাল জ্বালিয়ে ডুরান্ড শুরু ইস্টবেঙ্গলের, ইউনাইটেডকে ৫ গোল অস্কারের শিষ্যদের...

fallbacks

দ্বিতীয়ার্ধ

বিরতির পরে তেড়েফুঁড়ে নামে মোহনবাগান ৬৭ মিনিটে সমতা ফিরিয়ে আনে| ৫৩ মিনিটে কিয়ানের কর্নার থেকে দীপেন্দু বল হেডে নামিয়ে দেন লিওয়ানকে| বাগানের ডিফেন্ডার জোরাল শটে গোল করতে কোনও ভুল করেনি| এই গোলের রেশ কাটতে না কাটতে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করেন কিয়ান| ৬৭ মিনিটে লিওয়ানের সেন্টার থেকে জামশিদ   নাসিরির পুত্র মোহনবাগান সমর্থকদের মাতিয়ে দেন| রুদ্ধশ্বাস ডার্বিতে যেন গোলের উৎসব চলছে তখন| আর ঠিক ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড| অমন সিকের সেন্টার থেকে গোল করতে কোনও ভুল করেননি মিজোরামের ফরোয়ার্ড| তবে ৮৩ মিনিটে এই ডেভিডই নাসিবের সাজানো পাস থেকে ওপেন নেট মিস করলেন! প্র্যাকটিসেও এমন গোল কেউ হাতছাড়া করে না| দ্বিতীয়ার্ধে রেফারি নির্ধারিত সময়ের পর সাত মিনিট যোগ করেছিলেন, কিন্তু কোনও দলই স্কোরলাইনে প্রভাব ফেলতে পারেনি...উল্টে অমন সিকে জোড়া হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন! আর এদিন আলাদা নজর কাড়লেন কল্যাণীর ঘরের ছেলে প্রভাত লাকরা| 

আরও পড়ুন- 'দেশের ১ নম্বর ক্লাবই বেছে নিলাম', সবুজ-মেরুনে ২০ বছরের 'হার্টথ্রব'! আজই নামছেন মাঠে...
 

সেরা সায়ন

ডার্বিতে গোল করে ও করিয়ে সেরা হয়েছে সায়ন। আসানসোলের ছেলে কোথাও বুঝিয়েই দিলেন যে, তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফুটবল বেছে নিয়ে কোথাও ভুল করেননি। সায়ন অতীতেও নিজের জাত চিনিয়েছেন, এদিন যেন আবারও বোঝালেন যে, আগামী দিনে তিনি লাল-হলুদের মহাতারকা হয়ে উঠতেই পারেন। সায়ন ছাড়াও বলতে হবে প্রভাত লাকরার কথা। যিনি কল্যাণীরই ছেলে, বারবার বুঝিয়ে দিচ্ছিলেন যে, তাঁর ভূমির তিনিই রক্ষাকর্তা।

 

আইএফএ

আইএফএ প্রায় ৫০ কিলোমিটার দূরেও 'সফল' ভাবে বড় ম্যাচ আয়োজন করল! দর্শকের বিচারে দারুণ নিরাপত্তা ব্যবস্থা থেকে মাঠ, মেডিক্যাল ক্যাম্প এবং পর্যাপ্ত পানীয় জল! এমনকী কল্যাণীতে বৃষ্টি ভোগাবে বলেও আশঙ্কা করা হয়েছিল, তবে বরুণ দেব শান্ত থাকায় আবহাওয়াও ছিল ম্যাচের প্রতিকূলে! তবে আইএফএ-কে লেটার মার্কস কিছুতেই দেওয়া যাবে না। কারণ প্রেসবক্সে কাচ ঝাপসা হয়ে যাওয়ায় প্রথম আধ ঘণ্টা প্রায় খেলার কিছুই দেখা গেল না। একই সঙ্গে প্রেসবক্সের টিভিও চলল না। এছাড়াও প্রেসবক্স হয়ে উঠেছিল মাছের বাজার। সেখানে সমর্থকরাও ঢুকে পড়ে প্রবল চিত্‍কার-চেঁচামেচি শুরু করেছিল। মনে হচ্ছিল যেন গ্যলারিতেই বসে আছেন সাংবাদিকরা। মাঠ নিয়েও প্রশ্ন উঠল। একাধিক ফুটবলারের চোটই সেই কথা বলে দিল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More