শুভপম সাহা: ধারাবাহিক ব্যর্থতায় স্বপ্নভঙ্গ আর হতাশার মতো শব্দগুলোই জুড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে! তবে ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) হাত ধরে অস্কার ব্রুজোর টিম ফের নতুন ভোরের সন্ধানে, আর বুধ সন্ধ্যায় যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে, সাউথ ইউনাইটেড এফসি-কে (East Bengal FC vs South United FC) ৫-০ গোলের মালা পরিয়ে সেই ইঙ্গিতই দিল মশালবাহিনী|
প্রথমার্ধ
এদিন খেলার শুরু থেকেই ইস্টবেঙ্গলের মধ্যে একটা আক্রমণের ঝাঁজ দেখা গেল| ম্যাচের ১০ মিনিটে ডেভিড লালহানসাঙ্গার শট এডমন্ডের হাতে না লাগলে লাল-হলুদ এগিয়ে যেতেই পারত| তবে ১২ মিনিটে লালচুংনুঙ্গা ডান পায়ে গোলপোস্টের বাঁ-দিকের টপ কর্নার দিয়ে দুরন্ত শটে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে| ৩৫ মিনিটে এডমন্ডকে বক্সের মধ্যে ফেলে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার নোয়েল| রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন| সাউল ক্রেসপো স্কোরলাইন ২-০ করতে কোনও ভুলই করেননি|
দ্বিতীয়ার্ধ
বিরতির পর ইস্টবেঙ্গল যেন আরও তেড়েফুঁড়ে উঠল| দুর্বল প্রতিপক্ষকে দিল আরও তিন গোল| বিরতির পর অস্কার তাঁর পাঁচ ফুটবলার পরিবর্তন করেন| দিয়ামানতাকোস আসেন আহত বিষ্ণুর জায়গায়| ডেভিডের জায়গায় এলেন নন্দকুমার| সাউল ক্রেসপোকে উঠে জিকসনকে জায়গা করে দিলেন| আনোয়ারের জায়গায় আসেন প্রভাত লাকরা| এডমন্ড জায়গা করে দিলেন বিপিন সিংকে| ৭৯ মিনিটে ইস্টবেঙ্গলের তিন নম্বর গোল করেন বিপিন| দিমির অসাধারণ চিপ থেকে মুম্বই থেকে আসা ষ্টার উইঙ্গার লাল-হলুদ জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন| ৮৬ মিনিটে আগুনে ফ্রি-কিকে ৪-০ করলেন দিমি| আর ইউনাইটেডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন অধিনায়ক মহেশ| ডান পায়ে টপ কর্নার দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি|
আগুনে স্কোয়াড
এবার ইস্টবেঙ্গলে দিয়ামানতাকোস, সাউল ক্রেসপো, আনোয়ার আলি, বিপিন সিং, মহেশ সিং, পিভি বিষ্ণু, নন্দ কুমার, রামসাঙ্গা, লালরিনডিকার সঙ্গেই জুড়েছেন ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা, প্যালেস্টাইনের মহম্মদ রশিদ ও আর্জেন্টিনার কেভিন সিবিলির মতো ফুটবলাররা। নিঃসন্দেহে এবার আগুনে স্কোয়াড লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবের। বিগত কয়েক বছরের অন্যতম শক্তিশালী স্কোয়াড ইস্টবেঙ্গলের|
তিন বিদেশিই
দিয়ামানতাকোস-ক্রেসপো-রশিদ, এই তিন বিদেশিকেই আজ পেয়েছেন অস্কার। পাঁচ বিদেশির ভিতর অস্কারের হাতে এই তিন বিদেশেই ছিল| নবাগত দুই বিদেশি-ব্রাজিলিয়ান মিগুয়েল ও আর্জেন্টাইন সিবিলি এখনও ছাড়পত্র (ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট) পাননি মাঠে নামার। তাই তাঁদের পরখ করতে পারলেন না অস্কার| খেলার নিয়ম অনুযায়ী কোনও ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। যদিও তাঁরা অনুশীলন করছেন। প্রথম ম্যাচে অস্কার কিন্তু মনের মতো বিদেশিদের খেলাতে পারলেন না! পাশাপাশি চোটের কারণে ডুরান্ডের প্রথম ম্যাচে ছিলেন না মাঝমাঠের বিশ্বস্ত বঙ্গযোদ্ধা সৌভিক চক্রবর্তী। এই ধাক্কাও সামাল দিতে হল লাল-হলুদকে।
রশিদ নজর কাড়লেন
১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে, অভিষেককারী আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলা সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামার আগে ভাবিয়েছিল দলের যথেষ্ট প্রস্তুতির সুযোগ না পাওয়া। কারণ তাঁর টিমের অধিকাংশ ফুটবলারই দু'মাসের ছুটি কাটিয়ে ফিরেছেন। কাগজে-কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, তরুণ ব্রিগেড সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে কঠিন ম্যাচই হবে লাল-হলুদের, এই কথা অস্কার গতকাল বলেছিলেন মিডিয়াকে| কিন্তু তেমনটা হয়নি| উল্টে ইস্টবেঙ্গল রোডরোলার চালিয়ে দিল| এই জয় শুধু ইস্টবেঙ্গল ফ্যানদেরই নয়, ইস্টবেঙ্গলকে বাড়তি অক্সিজেন দেবে| তবে নতুন বিদেশি রশিদ কিন্তু দাগ কাটলেন প্রথম ম্যাচেই|
জমকালো উদ্বোধন
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলে শট মেরে উদ্বোধন করেন এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্টের| মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। বাংলার সংস্কৃতি তুলে ধরতে ডুরান্ড কমিটি রেখেছিল ছৌ নাচ, বাউল গান| ছিল তিন সেনা হেলিকপ্টারের ‘এয়ার শো’, গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’, শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’ এবং মার্শাল আর্টও...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)