Home> খেলা
Advertisement

ISL 2022-23: ঘরের মাঠে ধরাশায়ী মুম্বই, আইএসএলে জয়ের সরণীতে ইস্টবেঙ্গল

আইএসএলের ইতিহাসে মুম্বই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জেতেনি কখনও। এমনকী,  চলতি টুর্নামেন্টেও কনস্ট্যানটাইনের দলকে ৩-০ গোলে হারিয়েছে মুম্বই।

 ISL 2022-23: ঘরের মাঠে ধরাশায়ী মুম্বই, আইএসএলে জয়ের সরণীতে ইস্টবেঙ্গল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ফের জয়ের সরণীতে ইস্টবেঙ্গল। নিজেদের ঘরের মাঠেই হেরে গেল মুম্বই এফসি! নাওরেম মহেশের গোলে ডার্বির আগে তিন পয়েন্ট ঘরে তুলল লাল-হলুদ ব্রিগেড।

আইএসএলের ইতিহাসে মুম্বই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জেতেনি কখনও। এমনকী,  চলতি টুর্নামেন্টেও কনস্ট্যানটাইনের দলকে ৩-০ গোলে হারিয়েছে মুম্বই। অবশেষে শাপমুক্তি ঘটল মশালবাহিনীর।

এদিন ম্যাচের শুরুতে অবশ্য় বোঝা যায়নি যে, মুম্বই হারতে চলেছে। বরং তাদের দাপটই ছিল বেশি। উল্টোদিকে রক্ষণ সামলাতে আক্রমণে যাওয়ার চেষ্টা চেষ্টা করছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। প্রথমার্ধে যা আক্রমণ হয়েছে সব মুম্বইয়ের দিক থেকে। একটা ভালো সেভও করেন লাল-হলুদের গোলরক্ষক কমলজিৎ। রওলিন বর্জেসের শট পোস্টে লেগে ফেরে।

 

ম্যাচের একমাত্র গোলটি হয়  ৫২ মিনিটে। ইস্টবেঙ্গলের সার্থক গলুই ডান দিকে বল দিয়েছিলেন সতীর্থ ক্লেটন সিলভাকে। এরপর বল যখন বক্স পৌঁছয়, তখন পা ছোঁয়াতে পারেননি সুহের। কিন্তু অরক্ষিত নাওরেম সিংহ বল জালে জড়িয়ে দেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More